ঢাকা ২২ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
পঞ্চগড়ে ফের তাপমাত্রার পারদ নামল ৯ ডিগ্রির ঘরে ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত, জনজীবন বিপর্যস্ত বাংলাদেশে গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে কমিশন ১২ ম্যাচে নবম হার ম্যানসিটির, আর্সেনালের বড় জয় ২০২৫ সালের মধ্যে নির্বাচনের পক্ষে মত বিএনপির যুগপৎ সঙ্গীদের ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে ৭ যানবাহনের সংঘর্ষ, আহত ৫ আরও তেল-গ্যাস না কিনলে ইইউ’র ওপর শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টি হতে পারে ঢাকা ও উপকূলে টঙ্গীতে বেইলি ব্রিজ ভেঙে নদীতে ট্রাক, বিকল্প পথে চলার অনুরোধ

মির্জা ফখরুলকে জিনে ধরেছে : তথ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২০ ফেব্রুয়ারি, ২০২২,  5:36 PM

news image

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জিনে ধরেছে। কাউকে জিনে ধরলে সে বারবার একই কথা বলে। ঠিক তেমনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেদিকে তাকাচ্ছেন, শুধু আওয়ামী লীগকে দেখতে পাচ্ছেন। এর বাইরে তিনি আর কিছু দেখতে পাচ্ছেন না। রোববার (২০ ফেব্রুয়ারি) বিকেলে নাটোর জেলা আওয়ামী লীগের সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নাটোর জেলা শহরের শঙ্কর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে এ সম্মেলন চলছে।

হাছান মাহমুদ বলেন, শনিবার ভ্যারিফায়েড ফেসবুকে পেজ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সার্চ কমিটির সবাই আওয়ামী লীগের। অথচ তারা সাংবিধানিক পদধারী। আবার বিএনপির সঙ্গে সুর মিলিয়েছেন এক-এগারোর সুবিধাভোগীরা। তারাও এখন সরব হয়েছেন। তারা মাঝেমাঝেই এসি রুমে বসে জনগণকে নসিহত করছেন। এটা শুভ লক্ষণ নয়।

বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, তারা এখন আওয়ামী লীগের দুর্নীতি খুঁজছে। অথচ তাদের আমলে দেশ চারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। আওয়ামী লীগ দেশকে যখন এগিয়ে নিচ্ছে, বিএনপি তখন গুজব, অপপ্রচার ও অপরাজনীতিতে ব্যস্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন সারা দুনিয়া থেকে করোনার টিকা নিয়ে এসে জনগণকে দিতে চাইলেন, তখনও বিএনপি বলল, ওই টিকা দিলে জনগণের ক্ষতি হবে। অথচ পরে ফখরুল, রিজভীও গোপনে টিকা নিলেন। আবার পদ্মা সেতু করার কথা শুনে খালেদা জিয়া বললেন, এই সরকার কখনো ওই সেতু করতে পারবে না। অথচ কাজ শেষ। এখন উদ্বোধনের অপেক্ষা মাত্র।

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধুর আমলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল ৯.৫৯ ভাগ। ৭৪-৭৫ সালে দেশে উদ্বৃত্ত খাদ্য উৎপাদন হয় ১০ হাজার মেট্রিক টন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘদিন পিছিয়ে থাকা দেশের উন্নয়ন প্রবৃদ্ধি আবারো ৮-এর ঘরে নিয়ে এসেছেন।

সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটন, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলকসহ কেন্দ্রীয়, পাবনা, রাজশাহী ও নাটোর জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির