ঢাকা ২৩ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
পঞ্চগড়ে ফের তাপমাত্রার পারদ নামল ৯ ডিগ্রির ঘরে ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত, জনজীবন বিপর্যস্ত বাংলাদেশে গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে কমিশন ১২ ম্যাচে নবম হার ম্যানসিটির, আর্সেনালের বড় জয় ২০২৫ সালের মধ্যে নির্বাচনের পক্ষে মত বিএনপির যুগপৎ সঙ্গীদের ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে ৭ যানবাহনের সংঘর্ষ, আহত ৫ আরও তেল-গ্যাস না কিনলে ইইউ’র ওপর শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টি হতে পারে ঢাকা ও উপকূলে টঙ্গীতে বেইলি ব্রিজ ভেঙে নদীতে ট্রাক, বিকল্প পথে চলার অনুরোধ

ম্যাক্রোঁকে জেলেনস্কির অভিনন্দন

#

আন্তর্জাতিক ডেস্ক

২৫ এপ্রিল, ২০২২,  12:07 PM

news image

দ্বিতীয়বারের মতো ফ্রান্সের প্রেসিডেন্ট পদে জয়ী হওয়ায় এমানুয়েল ম্যাক্রোঁকে অভিনন্দন জানিয়েছেন যুদ্ধবিধ্বস্ত দেশ দেশ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

এক টুইটার পোস্টে ম্যাক্রোঁকে ইউক্রেনের সত্যিকারের বন্ধু বলেও অভিহিত করেন জেলেনস্কি। তিনি এটাও ধারণা করেছিলেন বলে জানান যে, তারা নিশ্চিত বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছেন। ইউরোপকে আরো একত্রিত ও শক্তিশালী করার বার্তাও দেন জেলেনস্কি।

দ্বিতীয়বারের মতো ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে জয়ী হয়েছেন ৪৪ বছর বয়সী এমানুয়েল ম্যাক্রোঁ। ফ্রান্সের নাগরিকরা রোববার (২৪ এপ্রিল) প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় ধাপে ভোট প্রয়োগ করেন। প্রতিদ্বন্দ্বী কট্টর ডানপন্থী মেরি লা পেনকে হারিয়ে ২০ বছরের মধ্যে দ্বিতীয়বার জয়ী হয়ে ইতিহাস গড়লেন ম্যাক্রোঁ।

এমানুয়েল ম্যাক্রোঁ পেয়েছেন ৫৮ দশমিক ৫৫ শতাংশ ভোট। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী মেরি লা পেন পেয়েছেন ৪১ দশমিক ৪৫ শতাংশ ভোট।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন নিয়ে বেশ সরব ছিলেন ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। এমনকি যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে ইউক্রেনের তরফে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বেশ কয়েকবার টেলিফোনে কথাও বলেন তিনি। যদিও সেসব আলাপন হালে পানি পায়নি।

তবে ধারণা করা হচ্ছে, ইউক্রেনে রাশিয়ার হামলা এবং ম্যাক্রোঁর পদক্ষেপের ইতিবাচক প্রভাব পড়েছে দেশটির ভোটারদের ওপর। তার সমর্থকরা বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতির দিকে বেশি মনোযোগী হওয়ায় ঠিকমতো প্রচারণাও চালাতে পারেননি এমানুয়েল ম্যাক্রোঁ। তারপরও জোরালো সমর্থন পেয়ে আবারও জয়ী হয়েছেন তিনি।

সূত্র : আলজাজিরা।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির