ঢাকা ০২ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
জাতীয় পঙ্গু হাসপাতাল নিটোরে অর্থ বছরে সাড়ে ৩কোটি টাকার অষুধ ক্রয় করে যা বিগত ৩০ বছরেও হয়নি আকাশ থাকবে আংশিক মেঘলা, ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা সঞ্চয়পত্রে মুনাফার হার কমলো আমরা একদলীয় দেশের বাসিন্দা, এখন সময় নতুন রাজনৈতিক দল গঠনের: মাস্ক গাজায় ক্যাফে, স্কুল এবং ত্রাণ কেন্দ্রে ইসরায়েলের হামলা, নিহত ৯৫ সন্ধ্যার মধ্যে ছয় অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ইন্টার মিলানের হৃদয় ভেঙে বিশ্বকাপের কোয়ার্টারে ব্রাজিলিয়ান ক্লাব ২০৩০ সালের মধ্যে ১ কোটি ৪০ লাখেরও বেশি মানুষের অকাল মৃত্যু হতে পারে দুই দিনের অচলাবস্থার পর চট্টগ্রাম বন্দর পুরোদমে সচল শান্তিপূর্ণ আচরণ করলে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে

ম্যানইউ মানলেও শাস্তির বিরুদ্ধে আপিল করবে বার্সেলোনা

#

স্পোর্টস ডেস্ক

১৬ জুলাই, ২০২৩,  12:01 PM

news image

২০২২ সালে আর্থিক সংগতি নীতি না মানায় বার্সেলোনাকে পাঁচ লাখ ইউরো জরিমানা করেছে উয়েফা। একই অপরাধে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডকে তিন লাখ ইউরো জরিমানা করা হয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেড এই শাস্তি মেনে নিলেও আপিল করতে যাচ্ছে বার্সেলোনা। ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা শুক্রবার শাস্তি ঘোষণার পরই কাতালান ক্লাবটির এমন সিদ্ধান্তের কথা জানা গেছে।

স্প্যানিশ রেডিও কাদেনা এসইআর জানিয়েছে, বার্সা মনে করে ২০২২ সালে তারা সবকিছুই লা লিগার অনুমোদন নিয়েই করেছে। যে কারণে শাস্তি এড়াতে আপিল করতে চায় কাতালান ক্লাবটি। একইসঙ্গে এমন শাস্তি অসামঞ্জস্য বলেও মন্তব্য তাদের।

কেবল বার্সেলোনা ও ইউনাইটেড নয়, শাস্তি পেয়েছে সাইপ্রাসের দল অ্যাপোয়েল ও তুরস্কের ক্লাব কোনিয়াস্পোরও। এই দুই ক্লাবকে এক লাখ ইউরো করে জরিমানা করা হয়েছে। জরিমানা গুনতে হচ্ছে তুরস্কের দল ইস্তাম্বুল বাসাকশেহির ও ত্রাবজোনস্পোর, বেলজিয়ামের দল লয়্যাল অ্যান্টেওয়ার্প আর আন্ডারলেখটকে। তবে তাদের আপিল করার বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

এর আগে সেপ্টেম্বরে উয়েফার সঙ্গে সমঝোতায় সম্মত হয়েছিল পিএসজি, এসি মিলান, ইন্টার মিলানসহ ইউরোপের বেশ কয়েকটি বড় ক্লাব। এরপর তারা ২০২২ অর্থবছরের নির্ধারিত লক্ষ্যগুলো পূরণ করেছে। তবে অন্যান্য সব ক্লাবের মতোই তাদের ওপরও নজরদারি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছিল উয়েফা।

জরিমানার খবরটি পেয়ে এক বিবৃতিতে ইউনাইটেড হতাশা প্রকাশ করলেও তারা শাস্তি মেনে নিয়েছে, ‘হতাশ হলেও ম্যানচেস্টার ইউনাইটেড এই জরিমানা মেনে নিয়েছে। উয়েফা জানিয়েছে, আমরা আর্থিক সংগতি নীতির নিয়ম কম ভাঙায় এই শাস্তি দেওয়া হয়েছে।’

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির