রাজধানীর বাড্ডায় সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৪
আন্তর্জাতিক ডেস্ক
২৩ মার্চ, ২০২২, 11:36 AM
আন্তর্জাতিক ডেস্ক
২৩ মার্চ, ২০২২, 11:36 AM
রাজধানীর বাড্ডায় সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৪
রাজধানীর বাড্ডায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২ শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে। তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বুধবার (২৩ মার্চ) ভোর পৌনে ৪টার দিকে বেরাইদ পূর্বপাড়ায় তৃতীয় তলার একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- মো. সাইদ হাসান (৩৭), তার স্ত্রী রেখা আক্তার (৩৫), মেয়ে সাফা (১০) ও ছেলে সাফিয়ান (৯)। বেরাইদ পূর্বপাড়ায় ওই তিনতলা বাড়িটি সাইদের। কাপ্তানবাজারে তার মাংসের দোকান রয়েছে। সাইদের ৯৮ শতাংশ, রেখার ৩০, সাফার ১১ ও সাফিয়ানের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানান চিকিৎসকরা।
দগ্ধ আবু সাইদের ভাতিজা মো. রাজিব জানান, কাপ্তানবাজারে সাইদের মাংসের দোকান রয়েছে। আর তার স্ত্রী গৃহিণী। তিনতলা বাড়িটি সাইদের নিজের। পরিবার নিয়ে তৃতীয় তলাতে থাকেন। রাতের খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়েন। ভোর পৌনে ৪টার দিকে হঠাৎ রান্নাঘর থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। পরে আশপাশের লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ভোর পৌনে ৪টার দিকে বেরাইদ পূর্বপাড়ায় একটি তৃতীয় তলার ওই বাড়ির রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এরপর আগুন বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট চেষ্টা চালিয়ে ভোর সোয়া ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণ করে। আর দগ্ধ শিশুসহ চারজনকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।