রাজশাহী রেলভবনে পশ্চিমাঞ্চল রেলওয়ে শ্রমিক দলের দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
১০ জুলাই, ২০২৫, 1:01 PM

নিজস্ব প্রতিবেদক
১০ জুলাই, ২০২৫, 1:01 PM

রাজশাহী রেলভবনে পশ্চিমাঞ্চল রেলওয়ে শ্রমিক দলের দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত
রাজশাহী রেলভবনের সম্মেলন কক্ষে গতকাল বুধবার (৯ জুলাই) পশ্চিমাঞ্চলীয় রেলওয়ে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) ও বিভাগের শীর্ষ কর্মকর্তাগণ, বিভাগীয় প্রধানগণ, জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম. আর. মনজু, পশ্চিমাঞ্চলে অবস্থানরত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভাগীয় ও শাখা পর্যায়ের সভাপতি-সম্পাদকসহ শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন।
দীর্ঘ আলোচনা পর্বে রেল শ্রমিকদের বিভিন্ন দীর্ঘদিনের দাবি, কর্মপরিবেশ, নিরাপত্তা, পদোন্নতি ও বদলি প্রক্রিয়ার স্বচ্ছতা, কোয়ার্টার বরাদ্দসহ বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরা হয়। শ্রমিক প্রতিনিধিরা রেল পরিচালনার ক্ষেত্রে ন্যায়সঙ্গত আচরণ, রাজনৈতিক প্রভাবমুক্ত প্রশাসন এবং কর্মীদের মর্যাদা ও অধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপের আহ্বান জানান।
পশ্চিমাঞ্চল রেল কর্তৃপক্ষ শ্রমিক দলের প্রস্তাবনা গুরুত্বের সঙ্গে শোনেন এবং ভবিষ্যতে যৌথ আলোচনার মাধ্যমে সমস্যাগুলোর সমাধানে আন্তরিকভাবে কাজ করার আশ্বাস দিয়েছেন। এই সভাটি উভয়পক্ষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার পরিবেশ সৃষ্টি করেছে এবং রেল ব্যবস্থাপনার স্বচ্ছতা ও শ্রমিক স্বার্থ রক্ষায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।