ঢাকা ১৯ সেপ্টেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
মেসি-সুয়ারেজ গোলবিহীন, জিতল না মায়ামি লেবাননজুড়ে আরও ডিভাইস বিস্ফোরণে নিহত ২০ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ গ্রেফতার অবশেষে কমল ফেডের নীতি সুদহার, এক ধাপে দশমিক ৫০ শতাংশীয় পয়েন্ট রাজনৈতিক নেতৃত্ব গড়তে ছাত্র সংসদের কোনো বিকল্প নেই মেট্রোরেল বন্ধ থাকার বিষয়ে তদন্ত করতে কমিটি গঠন সালমান এফ রহমান ও আনিসুল হক আবারও ৫ দিনের রিমান্ডে ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ নিউইয়র্কে হবে না ড. ইউনূস-মোদির বৈঠক আনিসুল-সালমান-মামুন-পলক-মানিক নতুন মামলায় গ্রেপ্তার

রাতের আঁধারে মস্কোতে ইউক্রেনের ড্রোন হামলা

#

নিজস্ব প্রতিবেদক

১৮ আগস্ট, ২০২৩,  11:36 AM

news image

রাশিয়ার রাজধানী মস্কোতে আবারও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ আগস্ট) ইউক্রেনীয় ড্রোন মস্কোর একটি ভবনে আঘাত হানে। এর ফলে শহরের বিশাল এলাকাজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যায়।

শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনীয় একটি ড্রোন রাতের আঁধারে মস্কোর একটি ভবনে আঘাত করার ফলে শহরের ব্যবসায়িক জেলাজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে রাশিয়ান কর্মকর্তারা জানিয়েছেন।

অন্যদিকে মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলাকারী ওই ড্রোনটিকে গুলি করে এবং পরে সেটির ধ্বংসাবশেষ শহরের এক্সপো সেন্টারে পড়ে।

ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় ৫০০ কিমি (৩১০ মাইল) দূরে অবস্থিত রাশিয়ার রাজধানী মস্কো এবং এর আশপাশের শহরতলি চলতি বছর বেশ কয়েক দফায় ড্রোন হামলা শিকার হয়েছে। যদিও যুদ্ধ শুরুর পর থেকে মস্কো ও আশপাশের এলাকা খুব কমই ইউক্রেনীয় হামলার লক্ষ্যবস্তু হয়েছিল।

সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন সীমান্তের কাছে অবস্থিত রাশিয়ান শহরগুলোসহ ক্রেমলিনে ড্রোন হামলার ঘটনা ঘটেছে এবং শুক্রবারের এই হামলাটি সেটিরই সর্বশেষ উদাহরণ। রাশিয়া এই ধরনের হামলার জন্য বরাবরই ইউক্রেনকে দায়ী করে আসছে।

বিবিসি বলছে, শুক্রবার ভোরে এই ড্রোন হামলার ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় এ সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ে। অযাচাইকৃত সেই ফুটেজে মস্কোর ওপর দিয়ে রাতের আকাশে ঘন ধূসর ধোঁয়া উঠতে দেখা গেছে।

ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিক ভাবে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় ভোর প্রায় চারটার দিকে এই হামলার ঘটনাটি ঘটে। এতে বলা হয়েছে, শহরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার পর হামলাকারী ড্রোনটি ‘তার উড্ডয়নের পথ পরিবর্তন করে’ এবং ক্রাসনোপ্রেস্নেনস্কায়া এমব্যাংকমেন্টের একটি অ-আবাসিক ভবনে পড়ে।

মস্কোর এই এলাকাটিতে বেশ কয়েকটি সরকারি ভবন রয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে আরও জানিয়েছে, ড্রোনের ধ্বংসাবশেষ পড়ার কারণে কোনও আগুনের সৃষ্টি হয়নি এবং কেউ আহতও হননি।

অন্যদিকে মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন, ড্রোনটি আঘাত হানার ফলে এক্সপো সেন্টারের ‘কোনও উল্লেখযোগ্য ক্ষতি’ হয়নি।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির