ঢাকা ২২ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
পঞ্চগড়ে ফের তাপমাত্রার পারদ নামল ৯ ডিগ্রির ঘরে ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত, জনজীবন বিপর্যস্ত বাংলাদেশে গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে কমিশন ১২ ম্যাচে নবম হার ম্যানসিটির, আর্সেনালের বড় জয় ২০২৫ সালের মধ্যে নির্বাচনের পক্ষে মত বিএনপির যুগপৎ সঙ্গীদের ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে ৭ যানবাহনের সংঘর্ষ, আহত ৫ আরও তেল-গ্যাস না কিনলে ইইউ’র ওপর শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টি হতে পারে ঢাকা ও উপকূলে টঙ্গীতে বেইলি ব্রিজ ভেঙে নদীতে ট্রাক, বিকল্প পথে চলার অনুরোধ

রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের পাল্টা হামলা

#

আন্তর্জাতিক ডেস্ক

০২ এপ্রিল, ২০২২,  11:47 AM

news image

ইউক্রেন রুশ বাহিনীকে প্রতিরোধের পাশাপাশি পাল্টা হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এরই অংশ হিসেবে প্রথমবারের মতো রাশিয়ার অভ্যন্তরে ঢুকে ইউক্রেন হামলা চালিয়েছে। শুক্রবার (১ এপ্রিল) রাশিয়ার একটি তেলের ডিপোতে ইউক্রেনীয় হেলিকপ্টার থেকে ওই হামলা চালানো হয়। ইউক্রেনের সীমান্ত থেকে কাছেই অবস্থিত রুশ শহর বেলগরদে ওই হামলা হয়েছে। ইউক্রেন যদিও এখনো হামলার দায় স্বীকার করেনি। তবে হামলার ফুটেজ ও তেল ডিপোর আগুনের ফুটেজ সামাজিক মাধ্যমে এখন ভাইরাল।

বিবিসি জানিয়েছে, টেলিগ্রাম মেসেজের মাধ্যমে তেল ডিপোতে আগুনের খবর নিশ্চিত করেছেন শহরের গভর্নর ভিয়াচেসলাভ গ্লাদকভ। তিনি বলেন, দুটি ইউক্রেনীয় হেলিকপ্টারের মাধ্যমে এই হামলা চালানো হয়। স্বল্প উচ্চতায় হেলিকপ্টার চালিয়ে তারা রুশ ভূ-খণ্ডে প্রবেশ করে। হামলায় কোনো হতাহত হয়নি বলে জানিয়েছেন গভর্নর। যদিও এখনো নিশ্চুপ ইউক্রেন। তবে ক্রেমলিন বলছে, এ ধরণের হামলা শান্তি আলোচনার জন্য ক্ষতিকর। এরফলে রাশিয়া এই আলোচনা চালিয়ে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করবে না।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া নিজের ঘরেই যুদ্ধ ডেকে এনেছে। ইউক্রেনের হেলিকপ্টার পাইলটরা এ ধরণের হামলায় বেশ দক্ষ। তারা রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে তাদের দেশেই হামলা চালিয়েছে। এ জন্য কম উচ্চতা দিয়ে হেলিকপ্টার চালাতে হয়েছে তাদের। একইভাবে গত ৮ বছর ধরে ডনবাস অঞ্চলে হামলা করেছে ইউক্রেন। গাছ বা বনের থেকে মাত্র কয়েক মিটার উচু দিয়ে তারা হেলিকপ্টার চালাতে সক্ষম।

প্রথমবারের মতো রাশিয়ার অভ্যন্তরে হামলা যুদ্ধের প্রেক্ষাপটে তেমন কিছু পরিবর্তন আনবে না। তবে এটি প্রমাণ করছে যে, ইউক্রেনের বিমান বাহিনী এখনো কার্যকরি রয়েছে এবং তারা রাশিয়ায় হামলা করতে সক্ষম। এ হামলা ইউক্রেনের বাহিনীর মনোবলকে আরও শক্তিশালী করবে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির