ঢাকা ২৩ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
হাসান আরিফ মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরশায়িত ‘গলার কাঁটা’ ইভিএম নিয়ে এখন কী করবে নির্বাচন কমিশন বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ৩ সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর ও স্ত্রী-কন্যার বিরুদ্ধে মামলা আবারও ভোগান্তিতে পড়বেন ট্রেনের যাত্রীরা গাজীপুরে কারখানা খুলে দেওয়ার দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পঞ্চগড়ে ফের তাপমাত্রার পারদ নামল ৯ ডিগ্রির ঘরে ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত, জনজীবন বিপর্যস্ত বাংলাদেশে গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে কমিশন

রাহুল গান্ধীকে ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, আজ ফের তলব

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ জুন, ২০২২,  11:34 AM

news image

কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ১০ ঘণ্টার বেশি জিজ্ঞাসাবাদ করেছে ভারতের নিরাপত্তা সংস্থা ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রসংশ্লিষ্ট মানি লন্ডারিংয়ের ঘটনায় গতকাল সোমবার (১৩ জুন) তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। আরো জিজ্ঞাসাবাদ করতে আজ মঙ্গলবার তাকে ফের তলব করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভি।

ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রসংশ্লিষ্ট মানি লন্ডারিংয়ের ঘটনায় ইডি রাহুল গান্ধী ও তার মা কংগ্রেসপ্রধান সোনিয়া গান্ধীকে তলব করে। সম্প্রতি ইয়াং ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে একটি প্রাইভেট অভিযোগ বিচারিক আদালতের নজরে এলে ইডি মানি লন্ডারিং মামলাটি দায়ের করে।

ব্যক্তিগত অভিযোগকারী ইয়াং ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেডের সংবাদপত্র পরিচালনাকারী প্রতিষ্ঠান অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেডের কথিত অধিগ্রহণে প্রতারণা, ষড়যন্ত্র এবং অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অভিযোগ তোলেন।

কংগ্রেস অভিযোগ করেছে, এই জিজ্ঞাসাবাদ ক্ষমতাসীন বিজেপির ‘প্রতিহিংসার রাজনীতির’ অংশ। কংগ্রেসের ব্যাপক বিক্ষোভে পুলিশি অভিযানের মধ্যে সোমবার রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদ শুরু করে ইডি। ভারতজুড়ে ইডি কার্যালয়ের বাইরে বিক্ষোভের পরিকল্পনা করেছে কংগ্রেস। দিল্লিতে দলীয় আইনপ্রণেতারাসহ কংগ্রেস নেতারা রাহুল গান্ধীর সঙ্গে দলীয় কার্যালয় থেকে ইডি কার্যালয় পর্যন্ত যান।

তবে আগের সন্ধ্যায় বিক্ষোভের অনুমতি দিতে অস্বীকৃতি জানানো দিল্লি পুলিশ ভোর থেকেই ব্যবস্থা নিতে শুরু করে। কংগ্রেস কর্মী ও নেতাদের ঘিরে ফেলা হয়। পুলিশ ইডি কার্যালয় ঘিরে ফেললে রাহুল গান্ধীর সঙ্গে যাওয়া কংগ্রেসের সিনিয়র নেতারা ব্যারিকেডের বাইরে বসে পড়েন। এর কিছুক্ষণ পর পি চিদাম্বরাণ, অধীর রঞ্জন চৌধুরী, কেসি ভেনুগোপাল, ডিপেন্দর হুদা এবং জয়রাম রমেশসহ বেশ কয়েকজন কংগ্রেস নেতাকে আটক করে বাসে করে থানায় নিয়ে যাওয়া হয়।

কংগ্রেস নেতাদের মারধরের ভিডিও সামনে আসতে শুরু করেছে। ভেনুগোপালকে শারীরিকভাবে উঠিয়ে একটি অপেক্ষমাণ বাসের দিকে নিয়ে যেতে দেখা গেছে। প্রবীণ নেতা রণদীপ সুরজেওয়ালা বলেছেন, দিল্লি পুলিশ ধাক্কা দেয়ার চিদাম্বরমের পাঁজর ভেঙে গেছে। আরেক কংগ্রেস নেতা প্রমোদ তিওয়ারিকে রাস্তায় ফেলে দেয়া হয় এবং তিনি মাথায় আঘাত পান।

এনডিটিভি জানিয়েছে, তুঘলক রোড থানায় আটক হওয়া নেতাদের ছেড়ে দেয়া হয়েছে। এদের মধ্যে রয়েছেন- কেসি ভেনুগোপাল, হরিশ রাওয়াত, অধীর রঞ্জন চৌধুরী।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির