ঢাকা ১৮ অক্টোবর, ২০২৪
সংবাদ শিরোনাম
নির্বাচন কবে হতে পারে, জানালেন আসিফ নজরুল সব রেকর্ড ভাঙল সোনার দাম একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী সুজেয় শ্যাম আর নেই আ.লীগের আমলে গড়া সিন্ডিকেট এখনও এই সরকার ভাঙতে পারেনি বাড়তি দামেই বিক্রি হচ্ছে মুরগি ৭ মার্চ, ১৫ আগস্টসহ জাতীয় আট দিবস বাতিল হচ্ছে লেবাননজুড়ে ইসরায়েলের সিরিজ বিমান হামলা, নিহত অন্তত ২৩ সাগরে নিম্নচাপ, বন্দরে দূরবর্তী সতর্ক সংকেত কাশ্মিরের মুখ্যমন্ত্রী পদে ওমর আবদুল্লাহর শপথ আজ সাগর-রুনি হত্যা মামলার তদন্ত ৬ মাসের মধ্যে শেষ করতে হবে

রায়গঞ্জে আদম ব্যাপারীকে টাকা দিয়ে সর্বশান্ত হয়ে ৫ পরিবার সংবাদ সংম্মেলন

#

নিজস্ব প্রতিবেদক

২৮ মার্চ, ২০২৩,  1:32 PM

news image

সিরাজগঞ্জের রায়গঞ্জে আদম ব্যাপারীর বিরুদ্ধে প্রতারণার মামলা করায় বাদীকে মামলা প্রত্যাহার ও  হত্যার হুমকী দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে রায়গঞ্জ প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন লিখিত অভিযোগ পাঠ করেন, উপজেলার বেতুয়া গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র ভুক্তভোগী আব্দুল খালেক। বর্তমানে সে পরিবার পরিজন নিয়ে বিভিন্ন স্থানে পালিয়ে মানবেতর জীবন যাপন করছেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তবে আব্দুল খালেক জানান, উপজেলার আঁকড়া গ্রামের মৃত সাদেক হোসেনের ছেলে সিদ্দিক হোসেন (৫০) বিদেশে উচ্চ বেতনে চাকুরি দেবার কথা বলে গত ১১ মার্চে তিন লক্ষ ৫০হাজার টাকা গ্রহন করে। পরবর্তিতে আমাকে ( আব্দুল খালেক) সাপ্লাই ভিসার মাধ্যমে সৌদি আরবে পাঠিয়ে দেন। কিন্ত সেখানে গিয়ে দেখা যায় সাপ্লাই ভিসাটি ভুয়া। এ কারণে আমি সেখানে মানবেতর জীবন যাপন করতে থাকি। পরবর্তিতে পরিবারের নিকট থেকে টাকা নিয়ে গত ১৫ মার্চে  আমি দেশে ফিরে আসি। বাড়িতে এসে গত ৩ মার্চে আদম ব্যাপারি সিদ্দিক হোসেনের বাড়িতে গিয়ে তার নিকট টাকা ফেরৎ চাওয়া হলে আদম ব্যাপারী (সিদ্দিক হোসেন) আমার উপর মারমুখি আচরণ করে ও প্রাণনাশের হুমকী দেয়। এঘটনায় আমি প্রতিকার চেয়ে গত ০৭/০৩/২০২৩ ইং তারিখে সিরাজগঞ্জের রায়গঞ্জ থানা আমলী আদালতে ৪০৬,৪২০ এবং ৫০৬(২) ধারায় মামলা দায়ের করি। মামলা দায়ের করার পর থেকেই আদম ব্যাপারী সিদ্দিক হোসেন আমাকে হুমকী দিতে থাকে। মামলা তুলে না নিলে প্রাণনাশের হুমকী দেয় অভিযুক্ত আদম ব্যাপারী সিদ্দিক হোসেন। একই আদম ব্যাপারীকে টাকা দিয়ে সর্বশান্ত হয়েছেন অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলার বেতুয়া গ্রামের মৃত সোলায়মান আলীর পুত্র রাজু, রৌহা গ্রামের সালমান হোসন,বিলচন্ডি গ্রামের মৃত আব্দুস সাত্তারের পুত্র সাইদুর রহমান, সদর উপজেলার পিপুল বাড়িয়া গ্রামের ফরিদুল ইসলাম। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ৫টি পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন। তারা উপজেলা প্রশাসন ও রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির