সংবাদ শিরোনাম
রেলওয়ের ডিজিটাল কার্যত্রুম ধূলিসাৎ করতে টিকিট'কে বেছে নিয়েছে একটি চত্রু - ইদ্রিস আলী
নিজস্ব প্রতিবেদক
১০ ফেব্রুয়ারি, ২০২৪, 1:48 PM
নিজস্ব প্রতিবেদক
১০ ফেব্রুয়ারি, ২০২৪, 1:48 PM
রেলওয়ের ডিজিটাল কার্যত্রুম ধূলিসাৎ করতে টিকিট'কে বেছে নিয়েছে একটি চত্রু - ইদ্রিস আলী
বাংলাদেশ রেলওয়ে বুকিং সহকারী এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক বলেন বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ রেলওয়েকে যখন আধুনিকায়নে মনোযোগী ঠিক তখনই একটি চত্রু রেলওয়ের ডিজিটাল কার্যত্রুমকে ধূলিসাৎ করতে টিকিট কালোবাজারির পথ বেছে নিয়েছে। সারাদেশে রেলওয়ের স্টেশন এলাকায় টিকিট কালোবাজারি চত্রু বিভিন্ন সময়ে বুকিং কাউন্টার থেকে একাধিক এনআইডি ও মোবাইল নম্বর দিয়ে টিকিট ত্রুয় করে বেশি দামে বিক্রি করছে। আর সাধারণ জনগণ মনে করে এগুলো অপরাধ মূলক কাজের সাথে বুকিং সহকারীরা জড়িত। আসলে টিকিট কালোবাজারি চত্রুের সাথে বুকিং সহকারীদের কোন সম্পর্ক নাই।
বুকিং সহকারী এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ইদ্রিস আলী আরও বলেন বর্তমান সমসাময়িক কিছু বিষয় “বুকিং সহকারী এসোসিয়েশন” এর দৃষ্টিগোচরে
এসেছে। “বুকিং সহকারী এসোসিয়েশন” মনে করে বিষয়গুলো স্পষ্ট হওয়া খুবই জরুরী। সকলকে মনে রাখতে হবে রেলওয়ের সারাদেশের বুকিং সহকারীগণ ডিজিটাল বাংলাদেশের
অগ্রযাত্রায় অতীব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শতভাগ অনলাইন টিকেট বাস্তবায়নে বুকিং সহকারীগণ বদ্ধপরিকর। "টিকেট যার ভ্রমণ তার" নীতি অটুট রাখার জন্য বুকিং সহকারীগণ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এবং তা প্রতিটি স্টেশনে দৃশ্যমান। ইদানীং টিকিট কালোবাজারির সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় পরিলক্ষিত হচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ
ও সহযোগীতায় তা কঠোর ভাবে দমন করা হচ্ছে। বুকিং সহকারী এসোসিয়েশন নিশ্চিত করতে চায় যে, কোন ব্যক্তির অপরাধের দায় সম্পূর্ণ উক্ত ব্যক্তির উপর বর্তায় । এর দায় উক্ত কমিউনিটি বা বুকিং সহকারী এসোসিয়েশন এবং বাংলাদেশ রেলওয়ে কতৃপক্ষ বহন করে না,সকল বুকিং সহকারী ভাইদের উদ্দেশ্যে তিনি বলেন, কোন সন্দেহভাজন ব্যক্তি আপনার কাছে টিকেট নিচ্ছে কিনা খেয়াল রাখুন, একই ব্যক্তি বারবার কাউন্টারে আসছে কিনা পর্যবেক্ষণ করুন,কোন ব্যাক্তি চারটির অধিক টিকেট চাইলে কর্তৃপক্ষের দারস্থ হতে বলুন,অতি উৎসাহিত হয়ে কাউকে উপকার বা টিকেট প্রদান হতে বিরত থাকুন,সতর্ক থাকুন কর্মস্থলে। আপনাদের মনে রাখতে হবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের কার্যক্রম'কে কলুষিত করার জন্য একটি বিশেষ চত্রু বাংলাদেশ রেলওয়ের টিকেট'কে হাতিয়ার হিসেবে ব্যাবহার করছে।
সম্পর্কিত