রোনালদোর জোড়া গোলে আটে আট পর্তুগাল
স্পোর্টস ডেস্ক
১৭ অক্টোবর, ২০২৩, 11:58 AM
স্পোর্টস ডেস্ক
১৭ অক্টোবর, ২০২৩, 11:58 AM
রোনালদোর জোড়া গোলে আটে আট পর্তুগাল
জাতীয় দলের জার্সি গায়ে দুর্দান্ত গতিতে ছুটছেন পর্তুগাল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। আগের ম্যাচেই করেছিলেন জোড়া গোল। সেই ধারাবাহিকতা ধরে রেখে বসনিয়ার বিপক্ষেও দুইবার লক্ষ্যভেদ করলেন আল নাসর তারকা। তার জোড়া গোলে বসনিয়ার বিপক্ষে ৫-০ গোলের বড় জয় পেয়েছে পর্তুগাল। একটি করে গোল করেন ব্রুনো ফার্নান্দেজ, জোয়াও কানসেলো ও জোয়াও ফেলিক্স।
ইউরোতে খেলা নিশ্চিত জেনেও আন্তর্জাতিক বিরতির শেষ ম্যাচে পূর্ণ শক্তির দল নামান কোচ রবার্তো মার্টিনেজ। পঞ্চম মিনিট থেকেই শুরু হয় পর্তুগালের গোল উৎসব। পেনাল্টি থেকে লিড গোল করেন অধিনায়ক রোনালদো। এর আগের ম্যাচে স্লোভাকিয়ার বিপক্ষেও জোড়া গোলের প্রথমটি পেনাল্টি থেকে করেছিলেন ৩৮ বছর বয়সী তারকা। ১৯ মিনিটে ফার্নান্দেজের সুযোগ নষ্টের পরের মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। এ নিয়ে আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর গোলসংখ্যা হলো ১২৭টি। যা ছেলেদের ফুটবলে সর্বোচ্চ। সেই সঙ্গে আরও একটি রেকর্ড গড়েছেন রোনালদো। চলতি বছর ক্লাব ও জাতীয় দল মিলিয়ে সবচেয়ে বেশি গোলের তালিকায় শীর্ষ নামটি তার। বসনিয়ার বিপক্ষে দ্বিতীয় গোলের মধ্য দিয়ে তার গোল সংখ্যা হলো ৪০।
বসনিয়ার বিপক্ষে তৃতীয় গোলটি করেন ব্রুনো ফার্নান্দেজ। ৩২ মিনিটে ব্যবধান ৪-০ করেন জোয়াও কানসেলো। আর প্রথমার্ধের বিরতিতে যাওয়ার আগে জোয়াও ফেলিক্স পর্তুগালকে ৫-০ ব্যবধানে এগিয়ে দেন।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার কমে যায় পর্তুগালের। জমাট রক্ষণেও বেশ দৃঢ়তা দেখায় বসনিয়া। ৬৬ মিনিটে রোনালদোকে উঠিয়ে দিয়োগো জটাকে নামান কোচ রবের্তো মার্টিনেজ। বাকি সময়ে সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই।
আগেই মূল পর্বের টিকেট নিশ্চিত করা ২০১৬ আসরের চ্যাম্পিয়নরা বাছাইয়ে এ নিয়ে টানা আট ম্যাচ জিতল। এই আট ম্যাচে তারা গোল করেছে মোট ৩২টি, বিপরীতে হজম করেছে স্রেফ ২টি, সেই দুটি গত ম্যাচে স্লোভাকিয়ার বিপক্ষে।