লঞ্চের ধাক্কায় ডুবলো বালুবাহী বাল্কহেড, নিখোঁজ ২
নিজস্ব প্রতিবেদক
০৯ আগস্ট, ২০২২, 11:16 AM
নিজস্ব প্রতিবেদক
০৯ আগস্ট, ২০২২, 11:16 AM
লঞ্চের ধাক্কায় ডুবলো বালুবাহী বাল্কহেড, নিখোঁজ ২
বরিশালে লঞ্চ ও বালুবাহী বাল্কহেডের সংঘর্ষে বাল্কহেডটি ডুবে গেছে। এতে ওই বাল্কহেডের দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন। তবে নিরাপদে লঞ্চটি নোঙর করা হয়েছে।সোমবার (৮ আগস্ট) রাত ৯টার দিকে জেলার উজিরপুরে সন্ধ্যা নদীর মীরের হাট নামক এলাকায় এ নৌ দুর্ঘটনা ঘটে।
ধাক্কা দেওয়া লঞ্চটির নাম মর্নিং সান-৯। লঞ্চটি পিরোজপুরের ভাণ্ডারিয়া থেকে ঢাকায় যাচ্ছিলো।
বাল্কহেডের নিখোঁজ শ্রমিকরা হলেন- মিলন মিয়া ও কালাম।মর্নিং সান-৯ লঞ্চের ছাদে থাকা কয়েকজন যাত্রী বলেন, লঞ্চটি দ্রুত গতিতে চলছিলে। এর মধ্যে দেখতে পাই আড়াআড়িভাবে আসা বালুবাহী একটি বাল্কহেড থেকে মাস্টার লাইট দিয়ে সিগন্যাল দিচ্ছিলো। তবে দুইটা নৌযানই একই গতিতে চলছিলো। এরপর বাল্কহেডটি লঞ্চের মাঝখানে ধাক্কা দেয়। এতে বাল্কহেডটি ডুবে যায় এবং বাল্কহেডের দুইজন নিখোঁজ হয়। এছাড়া লঞ্চের তলা ফেটে যায়।
উজিরপুর থানা পুলিশের ওসি আলী আর্শাদ বলেন, ঘটনাস্থলে আমরা রয়েছি। বর্তমানে উজিরপুরের চৌধুরীর হাট এলাকায় লঞ্চটি নোঙর করা হয়েছে। দুর্ঘটনায় বালুবাহী বাল্কহেডটির দুইজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ বাল্কহেভের দুই স্টাফকে উদ্ধারে সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অংশ নেবে।