ঢাকা ২২ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
পঞ্চগড়ে ফের তাপমাত্রার পারদ নামল ৯ ডিগ্রির ঘরে ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত, জনজীবন বিপর্যস্ত বাংলাদেশে গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে কমিশন ১২ ম্যাচে নবম হার ম্যানসিটির, আর্সেনালের বড় জয় ২০২৫ সালের মধ্যে নির্বাচনের পক্ষে মত বিএনপির যুগপৎ সঙ্গীদের ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে ৭ যানবাহনের সংঘর্ষ, আহত ৫ আরও তেল-গ্যাস না কিনলে ইইউ’র ওপর শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টি হতে পারে ঢাকা ও উপকূলে টঙ্গীতে বেইলি ব্রিজ ভেঙে নদীতে ট্রাক, বিকল্প পথে চলার অনুরোধ

লালমনিরহাটে আবারও মোটর শ্রমিকের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৬

#

নিজস্ব প্রতিবেদক

২২ মার্চ, ২০২২,  10:36 PM

news image

সাহিদ বাদশা বাবু , লালমনিরহাট ।। 
লালমনিরহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবারো মোটর শ্রমিকের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।মঙ্গলবার (২২ মার্চ) সন্ধ্যায় মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ কেন্দ্রিয় বাস র্টামিনাল এলাকায় গেলে তার উপর হামলা চালায় প্রতিপক্ষ গ্রুপ।পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানায়, আধিপত্য বিস্তারে শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে গালিগালাজ করতে থাকে। এ সময় প্রতিপক্ষ গ্রুপের শ্রমিকরা তাকে পিটিয়ে আহত করে। শ্রমিক ইউনিয়নের সম্পাদককে পিটিয়ে গুরুতর আহত করার খবর ছড়িয়ে পড়লে বুলবুল সমর্থকরা একত্রিত হয়ে বুড়িমারী এক্সপ্রেস, নাভিলা পরিবহন, হাজী ট্রাভেল ও সাদ্দাম এন্টারপ্রাজের ৪টি বাস কাউন্টারে হামলা চালিয়ে ভাংচুর করে।

পরে তারা শহরের মিশনমোড়ে অবস্থান নিয়ে লালমনিরহাট-বুড়িমারি মহাসড়ক অবরোধ করে ট্রাক ভাংচুরের চেষ্টা করে। এ সময় পুলিশ লাঠিচার্জি করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের লাঠি চার্জে আরো ৫ জননহ মোট ৬জন আহত হয়। এরপরেই আরও উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো শহরে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয় গ্রুপ মুখোমুখি অবস্তানে রয়েছে। শহরে থম থমে অবস্থা বিরাজ করছে। যে কোন সময় বড় রকমের রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা রয়েছে বলে মনে জেলাবাসী।এর আগে রবিবার রাতে শ্রমিক ইউনিয়নের বর্তমান কমিটির সমর্থকরা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি সিরাজুল হকের বিনিময় তেলের পাম্পে হামলা ও ভাংচুর চালায়। তারই জের ধরে প্রতিদিন দুই গ্রুপের মধ্যে এ হামলার ঘটনা ঘটছে বলে শ্রমিক নেতৃবৃন্দরা জানিয়েছে।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা চলছে। সংঘর্ষ এড়াতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ।উল্লেখয়, দীর্ঘ দিনের পুরাতন কমিটি দিয়ে চলছে লালমনিরহাট বাস মিনিবাস শ্রমিক সংগঠন। পুরাতন কমিটির সভাপতি আমিনুল ইসলাম ও সম্পাদক বুলবুল শ্রমিকদের কার্যালয়ের জন্য ক্রয় করা জমি গোপনে বিক্রি করে দেন। বিষয়টি জানাজানি হলে সাধারন শ্রমিকদের মাঝে ক্ষোভ তৈরী হয় এবং দুইটি ভাগে বিভক্ত হয় শ্রমিকরা। পুরাতন ও মেয়াদত্তীর্ন কমিটি বিলুপ্তের দাবিতে গত চারদিন ধরে লালমনিরহাট শহরে দুই দল শ্রমিক মুখোমুখি অবস্থান নিয়েছে । ঘটেছে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও। 

পূর্বের সংঘর্ষের ঘটনায় শিফাত হোসেন মুন্না নামে একজন সাধারন শ্রমিক বাদি হয়ে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক বুলবুল আহমেদকে প্রধান করে ৬জনের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অপরদিকে বুলবুল আহমেদও একটি কাউন্টার অভিযোগ করেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির