লালমনিরহাটে কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সম্মেলন। ব্যাপক প্রস্তুতি সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক
২১ সেপ্টেম্বর, ২০২২, 11:41 AM
নিজস্ব প্রতিবেদক
২১ সেপ্টেম্বর, ২০২২, 11:41 AM
লালমনিরহাটে কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সম্মেলন। ব্যাপক প্রস্তুতি সম্পন্ন
তৌহিদুল ইসলাম লিটন,লালমনিরহাট :
ব্যাপক আয়োজনের মধ্যে দিয়ে দীর্ঘ ৬ বছর পর লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে বৃহস্পতিবার।সম্মেলনকে ঘিরে তৃণমুূলের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবের আমেজ বিরাজ করছে। কে হচ্ছেন সভাপতি আর কে হচ্ছেন সাধারণ সম্পাদক তা নিয়ে চলছে জোর আলোচনা। এই সম্মেলনকে ঘিরে চলছে উপজেলায় সাজ সাজ রব।
বর্তমানে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। সাধারণ সম্পাদক বিজয় কুমার রায় গত বছরের ৩ অক্টোবর মারা যাওয়ার পর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন চলবলা ইউনিয়ন পরিষদ টানা ৩য় বারের চেয়ারম্যান সাংবাদিক মিজানুর রহমান মিজু।
সমাজকল্যাণমন্ত্রীর নির্বাচনী এলাকা এবং এই উপজেলায় তার নিজ বাডী হওয়ায় নতুন করে শুরু হয়েছে ব্যাপক জল্পনা কল্পনা। তিনি নিজেই সভাপতি হিসেবে বহাল থাকবেন নাকি আসবে নতুন মুখ। অথবা ভারমুক্ত হবেন মিজানুর রহমান মিজু নাকি তার বদলে অন্য কেউ।
এছাডাও অন্যান্য পদগুলোতে কারা আসবেন আরা কারা চলে যাবেন তা নিয়েও চলছে নানা বিশ্লেষণ। ইতোমধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগের নতুন কমিটি গঠন শেষ হয়েছে। তবে বৃহস্পতিবার অপেক্ষার প্রহর শেষ হবে। বৃহস্পতিবার বিকেলে কালীগঞ্জ করিম উদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে এ সম্মেলন। সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান এমপি। বিশেষ অতিথি থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শরীফ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া এবং অ্যাডভোকেট সফুরা বেগম রুমি, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক রাকিবুজ্জামান আহমেদ।এ সম্মেলন উদ্বোধন করবেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন এমপি।
কালীগঞ্জ উপজেলার সাবেক ছাত্রলীগ সভাপতি হারুন অর রশীদ বলেন, কালীগঞ্জ ও আদিতমারী এলাকাবাসীর আশা ভরসা এবং আস্থার ঠিকানা নুরুজ্জামান আহমেদ। তার সুচিন্তিত মতামত এবং দূরদর্শী সম্পন্ন নেতৃত্বের কারণে এই উপজেলায় সরকার বিরোধীরা তেমন একটা সুবিধা করতে পারেনি। তবে সম্মেলনে নুরুজ্জামান আহমেদসহ যারা নতুন নেতৃত্বে আসবেন তারা দলকে আরও গতিশীল এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভূমিকা রাখবেন বলে আশা করছি।
কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু বলেন, দীর্ঘদিন পর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলন ঘিরে তৃণমূল নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সুষ্ঠ এবং সুশৃঙ্খলভাবে এবারের সম্মেলন অনুষ্ঠিত হবে।
কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, কালীগঞ্জ উপজেলার মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় এই উপজেলায় বিভিন্ন অবকাঠামোসহ নানা ক্ষেত্রে অভাবনীয় উন্নয়ন সাধিত হয়েছে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনেও যেন এই ধারা অব্যাহত থাকে এজন্য আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমের যে গতিশীলতা রয়েছে তা যেন অব্যাহত থাকে। তৃণমুল নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশবিরোধী সকলের অপশক্তিকে রুখে দিতে আমরা প্রস্তুত।