ঢাকা ২৯ মার্চ, ২০২৪
সংবাদ শিরোনাম
গরম বাড়তে পারে, ৪ বিভাগে হালকা বৃষ্টির আভাস সবজিতে স্বস্তি, চাল পেঁয়াজ আলু চড়া গাজায় ইসরায়েলি বর্বরতা চলছেই, নিহত আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে খাদে পড়ল বাস, নিহত ৪৫ বিএসএমএমইউ: নতুন ভিসিকে স্বাগত জানাতে কর্মীদের লাইন ধরে অপেক্ষা নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত মস্কো হামলায় এখনো প্রায় ১০০ জন নিখোঁজ: রিপোর্ট এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে নামও গাজায় বেসামরিক মৃত্যুর সংখ্যা ‘অত্যধিক বেশি’: যুক্তরাষ্ট্র মান বাঁচানোর ম্যাচে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

লালমনিরহাটে ক্যাব এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

#

নিজস্ব প্রতিবেদক

২৯ সেপ্টেম্বর, ২০২২,  9:46 PM

news image

তৌহিদুল ইসলাম, লালমনিরহাটঃ

ক্যাবের প্রস্তাবিত জ্বালানি রূপান্তর  নীতি, জ্বালানি সনদ চুক্তি কমিটির পুনর্গঠন এবং জেলা ও  উপজেলা পর্যায়ে ক্যাবের কমিটি পুনর্গঠন ও শক্তিশালী করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) লালমনিরহাট জেলা  কমিটির  উদ্যোগে বৃহস্পতিবার বিকালে স্থানীয় মানসিকা হলরুমে ক্যাবের লালমনিরহাট সভাপতি একেএম শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সিনিয়র লেকচারার এবং ক্যাব নির্বাহী কমিটির প্রচার সম্পাদক  মুহাম্মদ সাজেদুল ইসলাম,বিশেষ অতিথি ছিলেন ক্যাবের নেটওয়ার্ক বিল্ডিং কমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের লেকচারার মো. খাইরুল ইসলাম। এ সভায় আরো বক্তব্য রাখেন অধ্যক্ষ সুদান চন্দ্র রায়,অ্যাডভোকেট রেজাউল করিম শাহীন,সিনিয়র সাংবাদিক আলতাবুর রহমান,আহমেদুর রহমান মুকুল,তন্ময় আহমেদ নয়ন,শহীদুল ইসলাম সুজন, কবি ফারুক আহমেদ সূর্য সহ ক্যাব এর সদস্যবৃন্দ। 

এসময় অতিথিবৃন্দ বলেন, বক্তারা এখন নানাভাবে প্রতারিত হচ্ছে।তাই  জনসচেতনতা গড়ে তুলতে হবে। জেলা ও উপজেলা কমিটি গঠন করে প্রচারণা চালাতে হবে। লিফলেট বিতরণ,হাটে বাজারে দ্রব্যমূল্যের দামের তালিকা টানাতে হবে। জ্বালানি নীতি বাস্তবায়ন করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষায় আমাদের কাজ করতে হবে।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্যাব লালমনিরহাটের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম লিটন।এ মতবিনিময় সভায় ক্যাবের সদস্যরা উপস্থিত ছিলেন। 


logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির