লালমনিরহাটে জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
১০ আগস্ট, ২০২২, 6:21 PM

নিজস্ব প্রতিবেদক
১০ আগস্ট, ২০২২, 6:21 PM
লালমনিরহাটে জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
লালমনিরহাট প্রতিনিধিঃ তেল,সার সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধির প্রতিবাদে লালমনিরহাটে জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা জাতীয় পাটি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে জাতীয় পাটি অফিসের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সদর উপজেলার আহবায়ক এডভোকেট নজরুল ইসলাম। এ সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সদস্য সচিব নুরল আমিন দুদু,জেলা জাতীয় ছাত্র সমাজের আহবায়ক জাকিরুল ইসলাম সহ জাতীয় পার্টির নেতৃবৃন্দ। এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে জাতীয় পার্টির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা অবিলম্বে তেল, সার, গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর দাবি রাখেন।