শাহবাজ শরিফকে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ঘোষণা বিরোধীদের
আন্তর্জাতিক ডেস্ক
০৪ এপ্রিল, ২০২২, 11:19 AM
আন্তর্জাতিক ডেস্ক
০৪ এপ্রিল, ২০২২, 11:19 AM
শাহবাজ শরিফকে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ঘোষণা বিরোধীদের
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের আহ্বানে দেশটির পার্লামেন্ট ভেঙে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ড. আরিফ আলভি। এতে অশান্ত রাজনৈতিক পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে পড়েছে। বিরোধীরা আইনসভার অধিবেশন পুনরায় শুরু করেছেন। তারা ডেপুটি স্পিকারের অনাস্থা প্রস্তাব প্রত্যাখ্যানের আদেশকে অবৈধ ঘোষণা করার পাশাপাশি শাহবাজ শরিফকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে একতরফা ঘোষণা দিয়েছেন।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, রোববার (৩ এপ্রিল) প্রধানমন্ত্রী ইমরান খানকে উৎখাত করতে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব ‘অসাংবিধানিক’ আখ্যা দিয়ে খারিজ করে দেন ন্যাশনাল অ্যাসেম্বলির ডেপুটি স্পিকার কাশিম সুরি। সেই সঙ্গে ২৫ এপ্রিল পর্যন্ত পার্লামেন্ট অধিবেশন মুলতবিও করেন তিনি। এরপর প্রধানমন্ত্রী ইমরান খানের পরামর্শে পার্লামেন্ট ভেঙে দেন প্রেসিডেন্ট আরিফ আলভি।
নজিরবিহীন এই রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে এদিন নিজেরাই ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশন শুরু করেন বিরোধী নেতারা। অধিবেশনে অনাস্থা প্রস্তাব খারিজ করে দেয়ার সিদ্ধান্তকে ‘অবৈধ’ বলে ঘোষণা করা হয়। শুধু তাই নয়, ন্যাশনাল অ্যাসেম্বলির বিরোধীদলীয় নেতা শাহবাজকে প্রধানমন্ত্রী হিসাবে ঘোষণা করা হয়েছে। টুইটারে একটি ভিডিও বার্তায় পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) শেরি রেহমান দাবি করেছেন, পিএমএল-এন সাংসদ আয়াজ সাদিককে নয়া স্পিকার হিসেবে নির্বাচিত করা হয়েছে। এতে ভোট দিয়েছেন ১৯৭ জন সংসদ সদস্য।
পাকিস্তানের সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই ও পিএমএল-এন নেতা শাহবাজ শরিফ প্রধানমন্ত্রী হিসাবে অ্যাসেম্বলিতে ভাষণও দিয়েছেন।
প্রতিবেদন মতে, স্পিকার নির্বাচিত হওয়ার পর সাদিক ইমরান খানের সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব চালু করেন। পার্লামেন্টে ইমরান খানের শাসক জোটের সদস্যদের অনুপস্থিতিতে অনাস্থা প্রস্তাবের পক্ষে রায় দিয়েছেন বিরোধীদলীয় সাংসদরা।
২৫ এপ্রিল পর্যন্ত মুলতবি হওয়ার পর পার্লামেন্টের অধিবেশন পুনরায় আহ্বান করার ক্ষেত্রে এটি একটি প্রতিবাদী পদক্ষেপ বিরোধীদের। নিয়মানুসারে স্থগিত হওয়া অধিবেশন কেবল প্রেসিডেন্ট বা স্পিকারই ডাকতে পারেন।