ঢাকা ১৮ অক্টোবর, ২০২৪
সংবাদ শিরোনাম
নির্বাচন কবে হতে পারে, জানালেন আসিফ নজরুল সব রেকর্ড ভাঙল সোনার দাম একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী সুজেয় শ্যাম আর নেই আ.লীগের আমলে গড়া সিন্ডিকেট এখনও এই সরকার ভাঙতে পারেনি বাড়তি দামেই বিক্রি হচ্ছে মুরগি ৭ মার্চ, ১৫ আগস্টসহ জাতীয় আট দিবস বাতিল হচ্ছে লেবাননজুড়ে ইসরায়েলের সিরিজ বিমান হামলা, নিহত অন্তত ২৩ সাগরে নিম্নচাপ, বন্দরে দূরবর্তী সতর্ক সংকেত কাশ্মিরের মুখ্যমন্ত্রী পদে ওমর আবদুল্লাহর শপথ আজ সাগর-রুনি হত্যা মামলার তদন্ত ৬ মাসের মধ্যে শেষ করতে হবে

শিমুলিয়া ঘাট থেকে মোটরসাইকেল নিয়ে ছেড়ে গেল ২ ফেরি

#

নিজস্ব প্রতিবেদক

১৮ এপ্রিল, ২০২৩,  12:01 PM

news image

ঈদ সামনে রেখে শিমুলিয়া ঘাট থেকে মোটরসাইকেল নিয়ে দুটি ফেরি ছেড়ে গেছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল ৬টা ৫০ মিনিটের দিকে শিমুলিয়া ঘাট থেকে মাঝিকান্দি ঘাটের উদ্দেশ্যে ১৬৯টি মোটরসাইকেল নিয়ে ফেরি কলমিলতা এবং সকাল ৯টায় ৮৭টি মোটরসাইকেল নিয়ে ফেরি কুঞ্জলতা ছেড়ে যায়।

ফেরি চালুর প্রথম দিনে ভোরেই মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে মোটরসাইকেল নিয়ে বাড়িফেরা মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো। আগামীকাল (বুধবার) থেকে ঈদের ছুটি শুরু হলেও দুর্ভোগ এড়াতে আগেভাগেই অনেকে নাড়ির টানে ছুটছেন বলে জানান।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডাব্লিউটিসি) ব্যবস্থাপক (বাণিজ্য) এস এম আতিকুজ্জামান বলেন, আজ সকাল ৬টা ৫০ মিনিটের দিকে ১৬৯টি মোটরসাইকেল নিয়ে ফেরি কলমিলতা শিমুলিয়া ঘাট থেকে রওনা করে। সোয়া এক ঘণ্টার মধ্যে ফেরিটি নিরাপদে মাঝিকান্দি ঘাটে পৌঁছায়। সেখান থেকে ৫টি মোটরসাইকেল নিয়ে ফেরিটি আবারো শিমুলিয়া ঘাটে আসে। সকাল ৯টার দিকে ৮৭টি মোটরসাইকেল নিয়ে ফেরি কুঞ্জলতাও মাঝিকান্দি ঘাটে যায়।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) জামাল হোসেন বলেন, ঈদকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে থাকা দক্ষিণবঙ্গের মানুষ শিমুলিয়া ঘাট হয়ে এই নৌরুটে বাড়ি ফিরবে। পদ্মা সেতুতে মোটরসাইকেল বন্ধ থাকায় যাত্রী দুর্ভোগ লাগবে ঈদকে কেন্দ্র করে আজ থেকে শিমুলিয়া-মাঝিকান্দি রুটে ফেরি কলমিলতা ও কুঞ্জলতা দিয়ে মোটরসাইকেল পারাপার করা হচ্ছে। দুটি ফেরি প্রস্তুত থাকলেও চাপ বাড়লে ফেরি সংখ্যা বাড়ানো হবে। প্রতি ৩ ঘণ্টা পরপর মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে ফেরি শরীয়তপুরের মাঝিকান্দির উদ্দেশ্যে ছেড়ে যাবে।

তিনি জানান, শিমুলিয়ায় মোট চারটি ফেরিঘাটের মধ্যে মোটরসাইকেল পারাপারে ভিআইপি ফেরিঘাট (৪নং) ব্যবহার করা হবে। ফেরিতে মোটরসাইকেল পারাপারে ভাড়া ১৫০ টাকা ও যাত্রী পারাপারে ভাড়া ৩০ টাকা। ঈদের পরেও প্রয়োজন সাপেক্ষে ও নির্দেশনা না দেওয়া পর্যন্ত ফেরিতে মোটরসাইকেল পারাপার করা হবে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির