ঢাকা ০১ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
জাতীয় পঙ্গু হাসপাতাল নিটোরে অর্থ বছরে সাড়ে ৩কোটি টাকার অষুধ ক্রয় করে যা বিগত ৩০ বছরেও হয়নি আকাশ থাকবে আংশিক মেঘলা, ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা সঞ্চয়পত্রে মুনাফার হার কমলো আমরা একদলীয় দেশের বাসিন্দা, এখন সময় নতুন রাজনৈতিক দল গঠনের: মাস্ক গাজায় ক্যাফে, স্কুল এবং ত্রাণ কেন্দ্রে ইসরায়েলের হামলা, নিহত ৯৫ সন্ধ্যার মধ্যে ছয় অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ইন্টার মিলানের হৃদয় ভেঙে বিশ্বকাপের কোয়ার্টারে ব্রাজিলিয়ান ক্লাব ২০৩০ সালের মধ্যে ১ কোটি ৪০ লাখেরও বেশি মানুষের অকাল মৃত্যু হতে পারে দুই দিনের অচলাবস্থার পর চট্টগ্রাম বন্দর পুরোদমে সচল শান্তিপূর্ণ আচরণ করলে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে

শূন্য রানে ৫ উইকেট, বিধ্বংসী বোলিংয়ে জিতলো শ্রীলঙ্কা

#

স্পোর্টস ডেস্ক

০৮ অক্টোবর, ২০২২,  12:51 PM

news image

দুই ওভারে পাঁচ উইকেট, রান হয়নি একটিও। ব্যাটারদের ব্যর্থতায় দলীয় সংগ্রহ মাত্র ১০৫ রানে থামলেও, শ্রীলঙ্কার বোলাররা এটিকে পাহাড়সম হিসেবে প্রমাণিত করে দিলেন। যার সুবাদে নারী এশিয়া কাপে মালয়েশিয়ার বিপক্ষে শ্রীলঙ্কা জিতলো ৭২ রানের বড় ব্যবধানে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মালয়েশিয়ার নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৫ রানের বেশি করতে পারেনি শ্রীলঙ্কা। জবাবে মালশা শেহানির বিধ্বংসী বোলিংয়ে শূন্য রানে ৫ উইকেট হারিয়ে মাত্র ৩৩ রানেই গুটিয়ে গেছে মালয়েশিয়া।

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে এটিই কোনো দলের সর্বনিম্ন রানে অলআউট হওয়ার নজির। এছাড়া টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপে এটি তৃতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ। এর আগে মালয়েশিয়ার মেয়েরাই ২০১৮ সালের আসরে ভারতের বিপক্ষে ২৭ ও পাকিস্তানের বিপক্ষে ৩৩ রানে অলআউট হয়।

শনিবার শ্রীলঙ্কাকে ১০০ পার করিয়ে দেওয়ার বড় কৃতিত্ব নিচের সারির ব্যাটার ওশাদি রানাসিংহের। আট নম্বরে নেমে ১৮ বলে ২৩ রান করেন তিনি। এছাড়া অধিনায়ক চামারি আতাপাত্তু ৩৪ বলে ২১ ও নীলক্ষ্মী ডি সিলভা খেলেন ২৩ বলে ২১ রানের ইনিংস।

পরে ১০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে মালয়েশিয়া। একপর্যায়ে ৭.৪ ওভারে ৩৩ রানে ৫ উইকেট হারায় তারা। সেখান থেকে পরের ১৩ বলে আর কোনো রান করেই বাকি ৫ উইকেট হারিয়ে গুটিয়ে যায় মালয়েশিয়া।

ইনিংসের অষ্টম ওভারে আক্রমণে এসে ১.৫ ওভারে মাত্র ২ রান খরচায় ৪ উইকেট নেন মালশা। এছাড়া সুগন্ধিকা কুমারি ও ইনোকি রানাভিরার শিকার দুইটি করে উইকেট।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির