ঢাকা ৩১ আগস্ট, ২০২৫
সংবাদ শিরোনাম
ঢাকায় হালকা বৃষ্টির আভাস, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত আন্তর্জাতিক সিরিজের মোড়কে এশিয়া কাপের প্রস্তুতির মঞ্চ পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৩২ বস্তা টাকা, চলছে গণনা জ্ঞান ফিরেছে নুরের, করা হয়েছে সিটি স্ক্যান বায়ুদূষণে বাংলাদেশিদের গড় আয়ু কমছে সাড়ে ৫ বছর গাজা নগরীতে ইসরায়েলের ভয়াবহ বোমাবর্ষণ, নিহত কমপক্ষে ৬১ কঠিন প্রতিপক্ষ পিএসজির, বার্সা-রিয়াল-সিটি কে কাকে পেল নৌবাহিনীর জাহাজে তুলে রোহিঙ্গাদের সমুদ্রে ফেলে দিচ্ছে ভারত ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা বাংলাদেশ ও পাকিস্তানের ঘনিষ্ঠতায় কতটা অস্বস্তিতে ভারত

শেষ ২ ম্যাচে খেলেননি ইমরুল, আবাহনীর বিপক্ষে খেলবেন তো

#

স্পোর্টস ডেস্ক

১৬ এপ্রিল, ২০২৫,  12:14 PM

news image

গেল রোববার একাদশ রাউন্ডের মধ্য দিয়ে শেষ হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) গ্রুপপর্বের খেলা। আর এই ১১ ম্যাচ শেষে ১২ দলের মধ্যে ৬ দলের সুপার লিগ নিশ্চিত হয়েছে। তালিকার শীর্ষে রয়েছে আবাহনী লিমিটেড। গ্রুপ পর্বে ১১ ম্যাচ খেলে ৯ জয়ে ১৮ পয়েন্ট দলটির। সমান সংখ্যক ম্যাচ এবং পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

তালিকার পাঁচে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, তারা জিতেছে ৭ ম্যাচে। সুপার লিগের প্রথম রাউন্ডে আগামীকাল বৃৃহস্পতিবার মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মোহামেডানের প্রতিপক্ষ রূপগঞ্জ। একইদিন বিকেএসপির ৩ নম্বর মাঠে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী খেলবে অগ্রণী ব্যাংকের বিপক্ষে। বিকেএসপির আরেক ভেন্যুতে গাজী ক্রিকেটার্সের প্রতিপক্ষ গুলশান। 

সুপার লিগ শুরুর আগে আলোচনায় ইমরুল কায়েসের নাম। এর পেছনে কারণও আছে। অগ্রণী ব্যাংকের অধিনায়ক সবশেষ দুই ম্যাচে খেলেননি দলের হয়ে। খোঁজ নিয়ে জানা গেছে সবশেষ গ্রুপ পর্বের ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ইমরুল ছিলেন বিশ্রামে। এর আগের ম্যাচ খেলেননি ইনজুরির কারণে। 

তবে ইনজুরি কাটিয়ে ফিরেছেন ইমরুল। বর্তমানে পুরোপুরি ফিট রয়েছেন বলে জানা গেছে। চলমান ডিপিএলে ব্যাট হাতে দারুণ সময় কাটাচ্ছেন তিনি। অগ্রণী ব্যাংকের হয়ে ৯ ম্যাচে খেলে করেছেন ৪৪৪ রান।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির