ঢাকা ০২ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
আদানির বকেয়া পরিশোধ করেছে বাংলাদেশ আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো : ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল: ট্রাম্প পটিয়া থানার সামনে বৈষম্যবিরোধীদের অবস্থান, ওসির অপসারণ দাবি জাতীয় পঙ্গু হাসপাতাল নিটোরে অর্থ বছরে সাড়ে ৩কোটি টাকার অষুধ ক্রয় করে যা বিগত ৩০ বছরেও হয়নি আকাশ থাকবে আংশিক মেঘলা, ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা সঞ্চয়পত্রে মুনাফার হার কমলো আমরা একদলীয় দেশের বাসিন্দা, এখন সময় নতুন রাজনৈতিক দল গঠনের: মাস্ক গাজায় ক্যাফে, স্কুল এবং ত্রাণ কেন্দ্রে ইসরায়েলের হামলা, নিহত ৯৫ সন্ধ্যার মধ্যে ছয় অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

শ্রীলঙ্কায় সর্বদলীয় সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান বিরোধীদের

#

আন্তর্জাতিক ডেস্ক

০৫ এপ্রিল, ২০২২,  11:24 AM

news image

অর্থনৈতিক সংকট মোকাবিলায় জাতীয় ঐক্যের ভিত্তিতে সরকার গঠনে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়ে রাজাপাকসের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বিরোধী দলগুলো। দেশের চলমান সংকট মোকাবিলায় ব্যর্থ হওয়ায় বর্তমান সরকার প্রধানের পদত্যাগ চাইছেন তারা। সোমবার (৪ এপ্রিল) প্রেসিডেন্ট গোতাবায়ার কার্যালয় থেকে একটি বিবৃতি পাঠানো হয় দেশটির প্রধান বিরোধী দল এসজেবি'র কাছে। সেখানে জাতীয় সংকট নিরসনে সর্বদলীয় সরকার গঠনের আহ্বান জানানো হয়। তবে এই আহ্বান প্রত্যাখ্যান করেছেন তারা।

প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের আহ্বান প্রত্যাখ্যান করে এসজিবির প্রধান রঞ্জিত মাদুমা বান্দারা বলেন, এই দেশের মানুষ চায় গোটাবায়ে এবং পুরো রাজাপাকসে পরিবার চলে যাক এবং আমরা জনগণের ইচ্ছার বিরুদ্ধে যেতে পারি না এবং আমরা দুর্নীতিবাজদের সাথে কাজ করতে পারি না।

শ্রীলঙ্কার পার্লামেন্টের ২২৫ আসনের মধ্যে ক্ষমতাসীন শ্রীলঙ্কা পিপলস ফ্রিডম অ্যালায়েন্সের (এসএলপিএফএ) আছে ১৪৮ আসন। প্রধান বিরোধীদল সামগী জনা বালাভেগয়ার (এসজেবি) ৫৪ আসন রয়েছে সেখানে।

১৯৪৮ সালে ব্রিটিশ রাজের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকট মোকাবিলা করছে শ্রীলঙ্কা। তীব্র আন্দোলন সামাল দিতে রোববার সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দেয় সরকার। এর আগে শনিবার দেশজুড়ে জারি হয় ৩৬ ঘণ্টার কারফিউ।

তবে এসবেও দমানো যাচ্ছে না বিক্ষোভ। জরুরি অবস্থা ও কারফিউ অমান্য করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন হাজার হাজার মানুষ। এই পরিস্থিতিতে রোববার রাতে রাজাপাকসে সরকারের ২৬ মন্ত্রী একযোগে পদত্যাগ করেন।

এই অবস্থায় সোমবার মন্ত্রীপরিষদে শুরু হয় রদবদল। শিক্ষা, অর্থ, পররাষ্ট্র ও সড়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে নতুন চার জনকে। এদিন পদত্যাগ করেন কেন্দ্রীয় ব্যাংকের কয়েকজন শীর্ষ কর্মকর্তা। তাদের মধ্যে আছেন গভর্নর অজিথ নিভারদ।

বৈদেশিক মুদ্রার অভাবে জ্বালানি আমদানি কমে যাওয়ায় স্মরণকালের ভয়াবহ এই সংকটে পড়েছে ভারত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্রটি। দিনের অর্ধেক বা এর বেশি সময় চলছে লোডশেডিং; খাবার, ওষুধ এবং জ্বালানি সংকটে ক্ষোভ ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির