ঢাকা ১৮ অক্টোবর, ২০২৪
সংবাদ শিরোনাম
নির্বাচন কবে হতে পারে, জানালেন আসিফ নজরুল সব রেকর্ড ভাঙল সোনার দাম একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী সুজেয় শ্যাম আর নেই আ.লীগের আমলে গড়া সিন্ডিকেট এখনও এই সরকার ভাঙতে পারেনি বাড়তি দামেই বিক্রি হচ্ছে মুরগি ৭ মার্চ, ১৫ আগস্টসহ জাতীয় আট দিবস বাতিল হচ্ছে লেবাননজুড়ে ইসরায়েলের সিরিজ বিমান হামলা, নিহত অন্তত ২৩ সাগরে নিম্নচাপ, বন্দরে দূরবর্তী সতর্ক সংকেত কাশ্মিরের মুখ্যমন্ত্রী পদে ওমর আবদুল্লাহর শপথ আজ সাগর-রুনি হত্যা মামলার তদন্ত ৬ মাসের মধ্যে শেষ করতে হবে

সংকটে পড়া কৃষকের পাশে একদল তরুণ

#

নিজস্ব প্রতিবেদক

২৯ এপ্রিল, ২০২৩,  12:09 PM

news image

দুর থেকে দেখা যাচ্ছে বৈশাখের প্রখর রৌদ্রে নিরবিচ্ছিন্ন ভাবে মাঠে কৃষকের  পাকা ধান কাটছে  ৭০-৮০ জনের একদল তরুণ। কেউ ধান কাটছে কেউবা ধান মাড়াইয়ের জন্য ধান বাঁধছে, কেউ বা ধান মেশিনে (পা দিয়ে চালিত যন্ত্র) মাড়াই করছে, কেউবা ধান কৃষেকর বাড়িতে নিয়ে যাচ্ছে যত্ন সহকারে।  তাদের পাশে যেতে জানা গেলো এই  তরুণরা বিনা পারিশ্রমিকে অসহায়, হতদরিদ্র  কৃষকের ধান কেটে, মাড়াই করে ঘরে তুলে দিচ্ছেন। শুক্রবার দুপুরে এমন দৃশ্য খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশীর ৫ নং ওয়ার্ড  বতুল বাজার সংলগ্ন কৃষক  আব্দুল হাকিম গাজি,মজিবুর মোল্লা, উত্তম কুমার দাসের জমিতে। এসময় সকাল থেকে  তারা কৃষকের ২ বিঘা জমির ধান কেটে, মাড়াই করে কৃষকের ঘরে তুলে দেন।  কৃষকের ধান কাটা তরুণ দের সাথে আলাপকালে তারা জানান তারা সকলে স্বেচ্ছাসেবী সংগঠন  ময়না নবারুণ সংঘের সদস্য। তারা  কৃষকের আর্থিক সংকট, শ্রমিক সংকট,শ্রমিকের মূল্য বৃদ্ধি ইত্যাদি কারণে হতদরিদ্র কৃষকে জমিতে পাকা ধান কেটে ঘরে তুলতে পারছিলেন না। এমন পরিস্থিতে কৃষকের আর্থিক অবস্থার কথা চিন্তা করে সংগঠনের সভাপতি ইসরাফিল হোসেনের নেতৃত্বে কৃষকদের পাশে দাড়িয়েছে। অসহায় কৃষকে ধান কেটে দিয়ে স্থানীয় লোক জনের কাছে প্রশংসিত হয়েছেন সংগঠনের কর্মীরা তাদের এমন মানবিক উদ্যোগে এলাকার সাধারণ কৃষক আনন্দিত। তরুণদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। ময়না নবারুণ সংঘের সভাপতি ইসরাফিল হোসেন জানান,অসহায় কৃষকরা আর্থিক সংকটের কারণে জমির পাকা ধান  শ্রমিক দিয়ে কাটতে পারছিলেন না। বিপাকে ছিলেন অসহায় কৃষকরা। আমাদের সংগঠনের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে ধান কেটে মাড়াই করে কৃষকের ঘরে পৌছে দিছি। সংকটে থাকা কৃষকের উপকার করতে পেরে আমাদের ভালো লাগছে। এভাবে সংকটে থাকা কৃষকের সাহায্য করার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, ময়না নবারুণ সংঘ যে কাজটি করেছে তা বতুল বাজার গ্রামের উদারহণ হয়ে থাকবে। এই সংগঠণকে অনুসরণ করে সকলেকে এগিয়ে আসা উচিত। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির