ঢাকা ২৩ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
হাসান আরিফ মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরশায়িত ‘গলার কাঁটা’ ইভিএম নিয়ে এখন কী করবে নির্বাচন কমিশন বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ৩ সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর ও স্ত্রী-কন্যার বিরুদ্ধে মামলা আবারও ভোগান্তিতে পড়বেন ট্রেনের যাত্রীরা গাজীপুরে কারখানা খুলে দেওয়ার দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পঞ্চগড়ে ফের তাপমাত্রার পারদ নামল ৯ ডিগ্রির ঘরে ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত, জনজীবন বিপর্যস্ত বাংলাদেশে গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে কমিশন

সংসদ সদস্য পদে প্রার্থী হবেন মাহি!

#

নিজস্ব প্রতিবেদক

২৮ ডিসেম্বর, ২০২২,  12:02 AM

news image

চিত্রনায়িকা মাহিয়া মাহি এখন রাজনীতির মাঠেও বেশ সক্রিয়। কিছু দিন আগেই তিনি ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’-এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং রাজশাহী বিভাগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন। দলের হয়ে দারুণ ব্যস্ত সময়ও কাটাচ্ছেন।

মাহি এবার জানালেন সংসদ সদস্য পদে প্রার্থী হচ্ছেন তিনি। ‘চাঁপাইনবাবগঞ্জ ২’ আসনে আসন্ন উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন কিনবেন এই নায়িকা।

মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা পোস্টকে তথ্যটি নিশ্চিত করেছেন মাহি নিজেই। নায়িকা জানান, আগামী ২৯ ডিসেম্বর ‘চাঁপাইনবাবগঞ্জ ২’ আসনের জন্য মনোনয়ন কিনবেন। এদিন বিকেলে ধানমন্ডিতে অবস্থিত আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করবেন তিনি।

এ প্রসঙ্গে মাহিয়া মাহি বলেন, ‘আমার দাদার বাড়ি চাপাইনবাবগঞ্জ-২ আসনে। এটা বিএনপি অধ্যুষিত এলাকা। এখানে অনেক দিন ধরেই আওয়ামী লীগের নেতৃত্ব আসছে না। আমার বিশ্বাস যদি মনোনয়ন পাই জিতে আসতে পারবো।’

এই নায়িকা আরও যোগ করেন, ‘আমাদের প্রধানমন্ত্রী একজন নারী। তিনি সবসময় নারীদের অগ্রাধিকার দিয়ে থাকেন। সেই আশা থেকেই আমি মনোনয়ন চাইছি।’

উল্লেখ্য, বিএনপি’র হাই কমান্ডের সিদ্ধান্তে দলটির সংসদ সদস্যদের পদত্যাগের ফলে অন্য এলাকার মত চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর+ভোলাহাট+নাচোল) আসনও শূন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তারিখ অনুযায়ী ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি জাতীয় সংসদের পাঁচটি আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির