ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
আইসিইউ থেকে নুরকে নেওয়া হতে পারে কেবিনে রাকসু কার্যালয়ের কার্যক্রম বন্ধ, চেয়ার-টেবিল ভেঙে দিল রাবি ছাত্রদল ডাকসু নির্বাচনে এস এম ফরহাদের জিএস প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট ট্রাম্পের ইচ্ছায় বদলে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম একাদশে ভর্তিতে শেষ ধাপে আবেদন শুরু, সময় দুদিন চবিতে সংঘর্ষের ঘটনায় সব পরীক্ষা স্থগিত বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বিকেলে ঢাকায় হালকা বৃষ্টির আভাস, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত আন্তর্জাতিক সিরিজের মোড়কে এশিয়া কাপের প্রস্তুতির মঞ্চ পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৩২ বস্তা টাকা, চলছে গণনা

সহকারী কোচ হিসেবে ফিরছেন না শ্রীরাম

#

স্পোর্টস ডেস্ক

১২ ফেব্রুয়ারি, ২০২৩,  11:27 AM

news image

বাংলাদেশ দলের সহকারী কোচের সংক্ষিপ্ত তালিকায় ছিল শ্রীধরন শ্রীরামের নাম। তবে তাকে সহকারী কোচ হিসেবে পাওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।

এর আগে গত টি-টোয়েন্ট বিশ্বকাপের আগমুহূর্তে নাটকীয়ভাবে টি-টোয়েন্টি দলের 'টেকনিক্যাল ডিরেক্টর' করা হয়েছিল শ্রীধরন শ্রীরামকে। সেই চুক্তি শেষে তাকে লম্বা সময়ের জন্য কোচ হিসেবে চেয়েছিল বিসিবি। শ্রীরাম একবার বাংলাদেশে এসে ঘুরেও গিয়েছিলেন। কিন্তু চন্দিকা হাথুরাসিংহে প্রধান কোচ হওয়ার পর পরিস্থিতি বদলে যায়। বিসিবি তখন শ্রীরামকে সহকারী কোচ হওয়ার প্রস্তাব দেয়। এতে রাজি হননি শ্রীরাম।

শনিবার জালাল ইউনুস জানালেন, শ্রীরাম সহকারী কোচ হতে সম্মত হননি। তাছাড়া আসন্ন ইংল্যান্ড সিরিজের আগে সহকারী কোচ পাওয়ার সম্ভাবনা কম। 

সাংবাদিকদের জালাল ইউনুস বলেন, 'শ্রীরামকে পাওয়ার সুযোগ কম। কারণ, সে অ্যাভেইলেবল নয়। মূলত সে বিসিবির টার্মে (শর্তে) আগ্রহী নয়। সহকারী কোচ ব্যাটিং-নির্ভরই হবে। তবে ইংল্যান্ড সিরিজের আগে সহকারী কোচ পাওয়ার সম্ভাবনা কম।'

পাঁচ বছর পর দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ দলের তিন ফরম্যাটের প্রধান কোচ হিসেবে আসছেন চন্দিকা হাথুরাসিংহে। তার আগের মেয়াদে বাংলাদেশ অভূতপূর্ব কিছু সাফল্য পেয়েছিল।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির