ঢাকা ২২ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
পঞ্চগড়ে ফের তাপমাত্রার পারদ নামল ৯ ডিগ্রির ঘরে ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত, জনজীবন বিপর্যস্ত বাংলাদেশে গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে কমিশন ১২ ম্যাচে নবম হার ম্যানসিটির, আর্সেনালের বড় জয় ২০২৫ সালের মধ্যে নির্বাচনের পক্ষে মত বিএনপির যুগপৎ সঙ্গীদের ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে ৭ যানবাহনের সংঘর্ষ, আহত ৫ আরও তেল-গ্যাস না কিনলে ইইউ’র ওপর শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টি হতে পারে ঢাকা ও উপকূলে টঙ্গীতে বেইলি ব্রিজ ভেঙে নদীতে ট্রাক, বিকল্প পথে চলার অনুরোধ

সাংস্কৃতিক অনুষ্ঠান ও ডিসপ্লে দেখে মুগ্ধ মির্জা ফখরুল

#

নিজস্ব প্রতিবেদক

১৩ মে, ২০২২,  7:58 PM

news image

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রংপুর বিভাগের আট জেলার বিএনপির সমন্বয়ে ফুটবল খেলার আয়োজন করেছে লালমনিরহাট জেলা বিএনপি।খেলার উদ্বোধন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।উদ্ভোদনের আগে মাঠে প্রদর্শিত শিক্ষার্থীদের ডিসপ্লে দেখে মুগ্ধ হয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ মে) বিকেলে বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুর হাবিব দুলুর সভাপতিত্বে শহরের বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে মনোমুগ্ধকর এক সাংস্কৃতিক অনুষ্ঠান ও ডিসপ্লে পরিবেশন করেন ওই কলেজের শিক্ষার্থীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান ও ডিসপ্লে দেখে মুগ্ধ হয়েছেন মির্জা ফখরুল। তিনি বলেন, প্রচণ্ড রোদে তাদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান ও ডিসপ্লে আমাকে মুগ্ধ করেছে। তাদের প্রতি ভালোবাসা রইল।খেলায় লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা, ঠাকুরগাঁও, নীলফামারী, পঞ্চগড়, দিনাজপুর ও কুড়িগ্রাম অংশগ্রহণ করেছে। প্রথম ম্যাচে লালমনিরহাট ও পঞ্চগড় জেলা বিএনপির ফুটবল দল অংশ নেয়। খেলায় লালমনিরহাট জেলা বিএনপি ফুটবল দল ২-০ গোলে বিজয়ী হয়। রোববার (১৫ মে) ঠাকুরগাঁও ও গাইবান্ধা জেলা বিএনপির মধ্যে খেলা হবে।এবল এই টুর্নামেন্টের আগামী ২৬ মে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবার কথা রয়েছে। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্বাধীনতার সুবর্ণজয়ন্ত্রী উদযাপন জাতীয় ক্রীড়া কমিটির সদস্য সচিব ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, কেন্দ্রীয় বিএনপির সদস্য তাবিথ আউয়াল, লালমনিরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা, লালমনিরহাট সদর উপজেলা বিএনপির আহ্বায়ক একেএম মমিনুল হক প্রমুখ।


logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির