সাংস্কৃতিক অনুষ্ঠান ও ডিসপ্লে দেখে মুগ্ধ মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
১৩ মে, ২০২২, 7:58 PM
নিজস্ব প্রতিবেদক
১৩ মে, ২০২২, 7:58 PM
সাংস্কৃতিক অনুষ্ঠান ও ডিসপ্লে দেখে মুগ্ধ মির্জা ফখরুল
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রংপুর বিভাগের আট জেলার বিএনপির সমন্বয়ে ফুটবল খেলার আয়োজন করেছে লালমনিরহাট জেলা বিএনপি।খেলার উদ্বোধন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।উদ্ভোদনের আগে মাঠে প্রদর্শিত শিক্ষার্থীদের ডিসপ্লে দেখে মুগ্ধ হয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ মে) বিকেলে বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুর হাবিব দুলুর সভাপতিত্বে শহরের বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে মনোমুগ্ধকর এক সাংস্কৃতিক অনুষ্ঠান ও ডিসপ্লে পরিবেশন করেন ওই কলেজের শিক্ষার্থীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান ও ডিসপ্লে দেখে মুগ্ধ হয়েছেন মির্জা ফখরুল। তিনি বলেন, প্রচণ্ড রোদে তাদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান ও ডিসপ্লে আমাকে মুগ্ধ করেছে। তাদের প্রতি ভালোবাসা রইল।খেলায় লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা, ঠাকুরগাঁও, নীলফামারী, পঞ্চগড়, দিনাজপুর ও কুড়িগ্রাম অংশগ্রহণ করেছে। প্রথম ম্যাচে লালমনিরহাট ও পঞ্চগড় জেলা বিএনপির ফুটবল দল অংশ নেয়। খেলায় লালমনিরহাট জেলা বিএনপি ফুটবল দল ২-০ গোলে বিজয়ী হয়। রোববার (১৫ মে) ঠাকুরগাঁও ও গাইবান্ধা জেলা বিএনপির মধ্যে খেলা হবে।এবল এই টুর্নামেন্টের আগামী ২৬ মে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবার কথা রয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্বাধীনতার সুবর্ণজয়ন্ত্রী উদযাপন জাতীয় ক্রীড়া কমিটির সদস্য সচিব ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, কেন্দ্রীয় বিএনপির সদস্য তাবিথ আউয়াল, লালমনিরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা, লালমনিরহাট সদর উপজেলা বিএনপির আহ্বায়ক একেএম মমিনুল হক প্রমুখ।