সাকিব-তামিমের সম্পর্ক নিয়ে পাপনের মন্তব্যে নাখোশ সাকিব
স্পোর্টস ডেস্ক
২৮ সেপ্টেম্বর, ২০২৩, 11:45 AM
স্পোর্টস ডেস্ক
২৮ সেপ্টেম্বর, ২০২৩, 11:45 AM
সাকিব-তামিমের সম্পর্ক নিয়ে পাপনের মন্তব্যে নাখোশ সাকিব
সাকিব-তামিমের বন্ধুত্বের মধ্যে চির ধরেছে অনেক আগেই। সেটা দিন দিন বাড়ছেই। এই দুইজন ড্রেসিংরুম ভাগাভাগি করলেও একে অপরের সঙ্গে কথা বলেন না, এমন মন্তব্য করেছিলেন নাজমুল হাসান পাপন। গণমাধ্যমে ড্রেসিংরুমের ভেতরের এসব কথা বলায় বিসিবি সভাপতির ওপর নাখোশ হয়েছেন সাকিব।
তিনি বলেন, ‘প্রথমত, এটা পাপন ভাইয়ের অফিশিয়ালি বলা উচিত হয় নাই। অবশ্যই আমি আমার বাসার কথা মিডিয়াতে বলব না। আমি মনে করি, মিডিয়াতে বলাটা তার একটা ভুল সিদ্ধান্ত ছিল।’
তামিমের সঙ্গে সম্পর্ক যে আগের মতো বন্ধুত্বের পর্যায়ে নেই, অবশ্য সেটা স্বীকার করে সাকিব বলেন, ‘ওই সময় কি এটা (কথা না বলা) আমাদের দলের জন্য খারাপ প্রভাব ফেলত? আমার তো কখনো মনে হয়নি। অনেক উদাহরণ আছে (মাঠে কথা বলেছি)। আমার মনে হয় না দলে এটার প্রভাব পড়ত।’