ঢাকা ০২ জানুয়ারি, ২০২৫
সংবাদ শিরোনাম
দেশ রূপান্তরের নতুন সম্পাদক কামাল উদ্দিন সবুজ দেশে মোট ভোটার ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জন সর্বনিম্ন ৯.৮ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে চুয়াডাঙ্গা চিন্ময় কৃষ্ণের জামিন আবেদন নামঞ্জুর খসড়া ভোটার তালিকায় যুক্ত হলো ১৮ লাখ ৩৩ হাজার ঘন কুয়াশায় ঢাকা পড়েছে রাজধানী, গাড়ি চলছে হেডলাইট জ্বালিয়ে ঘন কুয়াশা আর হিম বাতাসে জবুথবু রংপুর শুধু ব্যক্তি নয়, জনস্বার্থে ব্যবসা করা উচিত : প্রধান উপদেষ্টা ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতায় নিহত প্রায় ১৩ হাজার শিক্ষার্থী উচ্ছ্বাস-উল্লাসে নতুন বছর উদযাপন

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ ডিসেম্বর, ২০২৪,  1:29 PM

news image

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন। স্থানীয় সময় গতকাল রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে জর্জিয়া অঙ্গরাজ্যের প্লেইনসে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর। এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান কার্টার সেন্টার।

যুক্তরাষ্ট্রের ৩৯তম প্রেসিডেন্ট ছিলেন কার্টার। ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচিত হয়ে ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন তিনি। জিমি কার্টার ইতিহাসে সবচেয়ে দীর্ঘজীবী প্রেসিডেন্ট।

জিমি কার্টার এক মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। ১৯৮০ সালে রোনাল্ড রিগানের কাছে পুনঃনির্বাচনে হেরে যান তিনি। তবে পরবর্তীতে মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সুনাম অর্জন করেন কার্টার। মানবিক কাজের স্বীকৃতি হিসেবে ২০০২ সালে তাকে শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়।

জিমি কার্টার একজন কৃষক পরিবারের সন্তান ছিলেন। প্রারম্ভিক জীবনে তিনি নিজেও কৃষিকাজ করতেন। পরবর্তী জীবনে তিনি রাজনীতিতে প্রবেশ করেন এবং যুক্তরাষ্ট্রের ৩৯তম প্রেসিডেন্ট হন। মৃত্যুকালে জিমি কার্টার ৪ সন্তান ও ১১ নাতি-নাতনি রেখে গেছেন।

জিমি কার্টারের মৃত্যুর পর তাকে ‘অসাধারণ নেতা’ আখ্যায়িত করে শোক প্রকাশ করেছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির