ঢাকা ২৩ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
পঞ্চগড়ে ফের তাপমাত্রার পারদ নামল ৯ ডিগ্রির ঘরে ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত, জনজীবন বিপর্যস্ত বাংলাদেশে গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে কমিশন ১২ ম্যাচে নবম হার ম্যানসিটির, আর্সেনালের বড় জয় ২০২৫ সালের মধ্যে নির্বাচনের পক্ষে মত বিএনপির যুগপৎ সঙ্গীদের ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে ৭ যানবাহনের সংঘর্ষ, আহত ৫ আরও তেল-গ্যাস না কিনলে ইইউ’র ওপর শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টি হতে পারে ঢাকা ও উপকূলে টঙ্গীতে বেইলি ব্রিজ ভেঙে নদীতে ট্রাক, বিকল্প পথে চলার অনুরোধ

সামরিক ব্যয়ে রাশিয়াকে পেছনে ফেলে তৃতীয় ভারত

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ এপ্রিল, ২০২২,  11:57 AM

news image

প্রতিরক্ষা খাতে ব্যয়ের হিসাবে বিশ্বের প্রথম তিনটি দেশের তালিকায় রয়েছে ভারত। সুইডেনের প্রতিরক্ষা সমীক্ষা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই) জানিয়েছে, ২০২১ সালের পরিসংখ্যান অনুযায়ী সামরিক ব্যয়ে যুক্তরাষ্ট্র ও চীনের পরেই ভারতের অবস্থান।

এসআইপিআরআইয়ের তথ্য অনুযায়ী, ২০১২ থেকে ২০২১ পর্যন্ত ভারতের প্রতিরক্ষা খাতে ব্যয় বেড়েছে প্রায় ৩৩ শতাংশ। ২০২০ সালের তুলনায় ২০২১-এ খরচ বেড়েছে শূন্য দশমিক ৯ শতাংশ। এ সময় সামরিক খাতে প্রায় ৭ হাজার ৬৬০ কোটি ডলার খরচ হয়েছে ভারতের।

অন্যদিকে, ২০২১ সালে যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা খাতে ব্যয় করে ৮০ হাজার কোটি ডলারের বেশি। চীনের খরচ হয় ২৯ হাজার ৩০০ কোটি ডলার। তবে করোনা পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যয় ১ দশমিক ৪ শতাংশ কমলেও চীনের বেড়েছে প্রায় ৫ দশমিক ৭ শতাংশ।

দ্বন্দ্ব-সংঘাত ও মহামারিতে বিপর্যস্ত বিশ্ব। তারপরও প্রতিবছর দেশে দেশে বাড়ছে সামরিক ব্যয়। জানা গেছে, ২০২১ সালে বৈশ্বিক সামরিক ব্যয় বেড়ে রেকর্ড ছুঁয়েছে। এসময় বিশ্বের সামরিক ব্যয় দুই ট্রিলিয়ন ডলার বা দুই লাখ কোটি ডলারে পৌঁছায়। গত সাত বছর ধরেই এ ব্যয় বাড়ছে।

প্রতিরক্ষা ব্যয়ে শীর্ষ দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, চীন, ভারত, যুক্তরাজ্য ও রাশিয়া। বৈশ্বিক সামরিক ব্যয়ের ৬২ শতাংশই করে এ দেশগুলো।

রাশিয়ার সামরিক ব্যয় ২ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রায় ৬ হাজার ৬০০ কোটি ডলারে দাঁড়িয়েছে। এটি দেশটিতে পরপর তৃতীয়বারের মতো বৃদ্ধি। রাশিয়া মোট জিডিপির ৪ দশমিক ১ শতাংশ সামরিক খাতে ব্যয় করে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির