ঢাকা ০১ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
আকাশ থাকবে আংশিক মেঘলা, ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা সঞ্চয়পত্রে মুনাফার হার কমলো আমরা একদলীয় দেশের বাসিন্দা, এখন সময় নতুন রাজনৈতিক দল গঠনের: মাস্ক গাজায় ক্যাফে, স্কুল এবং ত্রাণ কেন্দ্রে ইসরায়েলের হামলা, নিহত ৯৫ সন্ধ্যার মধ্যে ছয় অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ইন্টার মিলানের হৃদয় ভেঙে বিশ্বকাপের কোয়ার্টারে ব্রাজিলিয়ান ক্লাব ২০৩০ সালের মধ্যে ১ কোটি ৪০ লাখেরও বেশি মানুষের অকাল মৃত্যু হতে পারে দুই দিনের অচলাবস্থার পর চট্টগ্রাম বন্দর পুরোদমে সচল শান্তিপূর্ণ আচরণ করলে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে মঙ্গলবার ব্যাংক হলিডে, লেনদেন বন্ধ

সিলেটে থামল বৃষ্টি, জানা গেল খেলা শুরুর সময়

#

স্পোর্টস ডেস্ক

২২ এপ্রিল, ২০২৫,  12:44 PM

news image

সকাল থেকে অপেক্ষা ছিল কখন বৃষ্টি থামবে। নির্ধারিত সময় অনুযায়ী, সিলেট টেস্টে ৩য় দিনের খেলা শুরু হওয়ার কথা ছিল সকাল ৯টা ৪৫ মিনিটে। কিন্তু, বৃষ্টি বাধায় সেটা হয়েছে পণ্ড। অবশেষে সুখবর এলো ১২টার পর। বৃষ্টি থেমেছে। পানি নিষ্কাশনের কাজ শেষে দুপুর ১টায় শুরু হবে তৃতীয় দিনের খেলা। 

দিনের বাকি সময়ের সূচি অনুযায়ী, চা বিরতি হবে বিকেল ৩টা ২০ মিনিটে। আর শেষ সেশনের খেলা হবে বিকেল ৩টা ৪০ থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। আর সকালের পুরো সেশনই চলে গিয়েছে বৃষ্টির পেটে। 

আগের দুই দিনই ছিল আলোকস্বল্পতা। সেটা পুষিয়ে নিতে সিলেটে তৃতীয় দিনের খেলা শুরুর কথা ছিল সকাল ৯টা ৪৫ মিনিটে। তবে এদিন সকাল থেকেই সিলেটের আকাশে হাজির হয়েছে বৃষ্টি। আবহাওয়ার অবস্থা আঁচ করেই কি না, দুই দল মাঠে এসেছে সকাল ১০টা নাগাদ। এরপর থেকে ড্রেসিংরুমগুলোতে ছিল বৃষ্টি শেষের অপেক্ষা। দ্বিতীয় দিনের শেষে বাংলাদেশ সাজঘরে ফিরেছে ১ উইকেটে ৫৭ রান নিয়ে। এই মুহূর্তে স্বাগতিকরা পিছিয়ে আছে ২৫ রানে। তৃতীয় দিনে এখান থেকেই খেলা শুরু করবেন দুই অপরাজিত ব্যাটার মাহমুদুল হাসান জয় এবং মুমিনুল হক। 

এর আগে, সিলেট টেস্টে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও কিছুটা ব্যাকফুটে খেলা শেষ করেছিল বাংলাদেশ। প্রথমদিন ব্যাটিং বিপর্যয়ের মাঝে পড়ে ১৯১ রানেই গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। মুমিনুল হকের ৫৬ এবং নাজমুল শান্তর ৪০ রান ছাড়া সেদিন ছিল না বড় কোনো স্কোর। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ২৭৩ রান তোলে জিম্বাবুয়ে। ব্রায়ান বেনেটের ৫৭, শন উইলিয়ামসের ৫৯ রান জিম্বাবুয়েকে লিডের পথে এগিয়ে দেয়।

শেষ দিকে এনগারাভার ২৮ এবং মুজারাবানির ১৭ রানের সুবাদে ৮২ রানের একটা লিড পেয়েও যায় জিম্বাবুয়ে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ দলীয় ১৩ রানেই হারায় সাদমান ইসলামের উইকেট। এরপর জয়-মুমিনুল জুটি স্কোরবোর্ডে তুলেছে ৪৪ রান।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির