ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
আইসিইউ থেকে নুরকে নেওয়া হতে পারে কেবিনে রাকসু কার্যালয়ের কার্যক্রম বন্ধ, চেয়ার-টেবিল ভেঙে দিল রাবি ছাত্রদল ডাকসু নির্বাচনে এস এম ফরহাদের জিএস প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট ট্রাম্পের ইচ্ছায় বদলে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম একাদশে ভর্তিতে শেষ ধাপে আবেদন শুরু, সময় দুদিন চবিতে সংঘর্ষের ঘটনায় সব পরীক্ষা স্থগিত বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বিকেলে ঢাকায় হালকা বৃষ্টির আভাস, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত আন্তর্জাতিক সিরিজের মোড়কে এশিয়া কাপের প্রস্তুতির মঞ্চ পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৩২ বস্তা টাকা, চলছে গণনা

সুনামগঞ্জে আটকে পড়া ঢাবির সেই ২১ শিক্ষার্থীকে উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

১৯ জুন, ২০২২,  12:46 PM

news image

সুনামগঞ্জে আটকে পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২১ ছাত্র-ছাত্রীসহ অন্যদের সেনাবাহিনীর সহায়তায় ছাতক থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের সিলেটে আনা হচ্ছে। রোববার (১৯ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছে। 

প্রসঙ্গত, গত ১৪ জুন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সুনামগঞ্জ ভ্রমণে গিয়ে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েন ঢাবির ২১ শিক্ষার্থী। পরে সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহায়তায় গত শুক্রবার তাদের উদ্ধার করে জেলা পুলিশ লাইনসে নেয়া হয়। সেখান থেকে তাদের লঞ্চযোগে সিলেটে পাঠানো হচ্ছিল। সেখান থেকে তাদের ঢাকা পাঠানোর কথা ছিল।

এর আগে সুনামগঞ্জে ঘুরতে গিয়ে আটকে পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ২১ শিক্ষার্থীসহ প্রায় শতাধিক যাত্রী নিয়ে সিলেটের উদ্দেশে আসা কপোতাক্ষ-অনির্বাণ লঞ্চটি গতকাল শনিবার মাঝ নদীতে নষ্ট হয়ে যায়। সে সময় তারা জাতীয় জরুরি সেবা হটলাইন ৯৯৯-এ কল দিয়ে প্রশাসনের সাহায্য চান।

ঘটনাস্থল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী শোয়াইব আহমেদ জানিয়েছিলেন, সকালে (শনিবার) ঢাবির ২১ শিক্ষার্থীসহ প্রায় ১০০ জন যাত্রী নিয়ে সুনামগঞ্জ থেকে কপোতাক্ষ-অনির্বাণ লঞ্চটি সিলেটের উদ্দেশে ছেড়ে আসে। কিন্তু সুনামগঞ্জের সুরমা নদীর দুয়ারাবাজার এলাকায় এলে লঞ্চটির তিনটি ইঞ্জিন নষ্ট হয়ে যায়। ফলে লঞ্চটি নদীর মাঝখানে আটকা পড়ে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির