ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, নিহত বেড়ে ৫০০ জুলাই গণহত্যা: হাসিনার বিরুদ্ধে দশম দিনের সাক্ষ্যগ্রহণ আজ কুসুমের নতুন রূপ নজর কাড়ল ভক্তদের বিমান হামলায় হামাসের মুখপাত্র আবু উবাইদা নিহত, দাবি ইসরায়েলের বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ আইসিইউ থেকে নুরকে নেওয়া হতে পারে কেবিনে রাকসু কার্যালয়ের কার্যক্রম বন্ধ, চেয়ার-টেবিল ভেঙে দিল রাবি ছাত্রদল ডাকসু নির্বাচনে এস এম ফরহাদের জিএস প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট ট্রাম্পের ইচ্ছায় বদলে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম একাদশে ভর্তিতে শেষ ধাপে আবেদন শুরু, সময় দুদিন

সুপার কাপের ফাইনালে রিয়ালের মুখোমুখি বার্সেলোনা

#

স্পোর্টস ডেস্ক

১২ জানুয়ারি, ২০২৪,  11:08 AM

news image

স্পেনীয় সুপার কাপের ফাইনালে আবারও মুখোমুখি দুই ফুটবল জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। এবার সৌদি আরবে আরও একটি ‘এলক্লাসিকো’ দেখতে যাচ্ছে ফুটবলপ্রেমীলা। গত আসরেও সুপার কাপের ফাইনাল উঠেছিল এই দু্ই দল। সে আসরে এই সৌদি আরবের আয়োজনেই ফাইনালে রিয়ালকে হারিয়ে নিজেদের রেকর্ড ১৪তম শিরোপা জিতেছিল বার্সেলোনা।

যে কারণে এবারের আসরে নিজেদের ফেবারিট দাবি করেন বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। তিনি রীতিমতো রিয়ালের কোচ কার্লো আনচেলত্তিকে হুমকি দিয়ে রেখেছেন।

জাভি বলেন, ‘আমি মনে করি, লিগ ক্লাসিকোতে আমরাই অধিকাংশ ম্যাচে দাপট দেখিয়েছি। আমি এর সাথে গত মৌসুমের ফাইনালের সঙ্গে তুলনা করতে পারি। আমি মনে করি, আমরা তাদের বিপক্ষে দাপট দেখিয়ে খেলতে পারবো এবং ম্যাচটি জিততে পারবো।’

গতকাল বৃহস্পতিবার রাতে রিয়াদের আল আওয়াল পার্ক স্টেডিয়ামে সুপার কাপের ফাইনালে ওসাসুনাকে ২-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। ফলে এক দিন পরই রিয়ালের সঙ্গী হলো বার্সা। এর আগে বুধবার রাতে একই ভেন্যুতে ৮ গোলের থ্রিলার ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদকে ৫-৩ গোলে হারিয়ে সুপার কাপের ফাইনালে উঠেছিল রিয়াল।

গতকাল রাতের ম্যাচে বার্সার হয়ে গোল করেছেন পোল্যান্ডের ফরোয়ার্ড রবার্ট লেভানডস্কি ও স্প্যানিশ তরুণ উইঙ্গার লামিন ইয়ামাল। প্রথমার্ধে গোলশূণ্য থেকে দ্বিতীয়ার্ধের ৫৯তম মিনিটে গোল করে দলকে প্রথম লিড এনে দেন লেভানডস্কি। অতিরিক্ত সময়ে (৯০+৩) গোল করে বার্সার জয় নিশ্চিত করে ইয়ামাল।

আগামী রোববার সুপারকোপার শিরোপা জয়ের লড়াইয়ে মাঠে নামবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। রিয়াদের আল আওয়াল পার্কে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

স্পেনীয় ফুটবল লিগ ব্যবস্থার আওতায় থাকা ক্লাবগুলোর মধ্যে বড় প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট গুলোতে সফল ক্লাব গুলোর জন্য একটি বার্ষিক ফুটবল প্রতিযোগিতা হিসেবে আয়োজন করা হয় কাপের। টুর্নামেন্টটিতে সবচেয়ে সফল দল বার্সেলোনা। এখন পর্যন্ত সর্বোচ্চ ১৪ বার শিরোপা জিতেছে তারা।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির