ঢাকা ১৪ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
সান্তাহার প্রেসক্লাব নির্বাচনে লিটন সভাপতি সাগর খান সাধারণ সম্পাদক নির্বাচিত মজলুম জননেতা মওলানা ভাসানীর জন্মদিন আজ ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রম, কী বলছেন বিক্রম মিশ্রি ৭ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু গুম-খুনের জন্য ক্ষমা চাইলেন র‍্যাবের ডিজি জামিন পেলেন শমী কায়সার অর্থ পাচার মামলায় তারেক রহমানের সাজা স্থগিত ৪ জাহাজ সয়াবিন তেল আমদানি পদত্যাগ করেছেন স্বরাষ্ট্র সচিব মোমেন শেখ হাসিনা-রেহানার ব্যাংক হিসাব তলব

সূচকের উত্থানে চলছে শেয়ারবাজারে লেনদেন

#

নিজস্ব প্রতিবেদক

১২ নভেম্বর, ২০২৪,  1:58 PM

news image

সূচকের উত্থানের মধ্য দিয়ে দেশের পুঁজিবাজারে লেনদেন চলছে। আর লেনদেনের প্রথম দেড় ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ছাড়িয়েছে ২১৬ কোটি টাকা।

মঙ্গলবার (১২ নভেম্বর) চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের প্রথম এক ঘণ্টা ১৫ মিনিটে (সকাল ১০টা থেকে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত) দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৩৪ পয়েন্ট বেড়েছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে বেড়েছে ১২২ পয়েন্ট।

ডিএসইর তথ্য মতে, মঙ্গলবার লেনদেনের প্রথম দেড় ঘণ্টায় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩৫ দশমিক ৬১ পয়েন্ট ও ডিএসইএস সূচক ৬ দশমিক ০৩ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ৫ হাজার ৩৬৯ দশমিক ০৪ পয়েন্টে ও ১ হাজার ২০১ দশমিক ৩৩ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ১১ দশমিক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৮৮ দশমিক ৫৭পয়েন্টে।

এ সময় ডিএসইতে ৩৯২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৪২টির কোম্পানির শেয়ারের, কমেছে ৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৫টি।

এছাড়া ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২১৬ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার।

অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে প্রধান সূচক সিএএসপিআই ১০৮ দশমিক ৬৩ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ৭২ দশমিক ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৪ হাজার ৯৫০ দশমিক ৬৫ পয়েন্টে ও ৯ হাজার ১০২ দশমিক ৫৯ পয়েন্টে।

আর সিএসআই সূচক ৩ দশমিক ৩০ পয়েন্ট ও সিএসই-৫০ সূচক ৯ দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ৯৬২ দশমিক ৬৩ পয়েন্টে ও ১ হাজার ১৪৮ দশমিক ৮৫ পয়েন্টে। এছাড়া সিএসই-৩০ সূচক ১৭৬ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ৪৫৭ দশমিক ৯১ পয়েন্টে।
 
এ সময় লেনদেন হয়েছে ১ কোটি ২০ লাখ ৭ হাজার টাকার। লেনদেন হওয়া ১০২ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৫টি কোম্পানি শেয়ারের, কমেছে ২২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির