ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, নিহত বেড়ে ৫০০ জুলাই গণহত্যা: হাসিনার বিরুদ্ধে দশম দিনের সাক্ষ্যগ্রহণ আজ কুসুমের নতুন রূপ নজর কাড়ল ভক্তদের বিমান হামলায় হামাসের মুখপাত্র আবু উবাইদা নিহত, দাবি ইসরায়েলের বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ আইসিইউ থেকে নুরকে নেওয়া হতে পারে কেবিনে রাকসু কার্যালয়ের কার্যক্রম বন্ধ, চেয়ার-টেবিল ভেঙে দিল রাবি ছাত্রদল ডাকসু নির্বাচনে এস এম ফরহাদের জিএস প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট ট্রাম্পের ইচ্ছায় বদলে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম একাদশে ভর্তিতে শেষ ধাপে আবেদন শুরু, সময় দুদিন

সৌদি কোম্পানির সঙ্গে একীভূত হয়ে বিপুল অঙ্কের বিনিয়োগ পাচ্ছে শপআপ

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ এপ্রিল, ২০২৫,  11:13 AM

news image

মধ্যপ্রাচ্যের অন্যতম সম্পদশালী দেশ সৌদি আরবভিত্তিক প্রযুক্তিনির্ভর সরবরাহকারী কোম্পানি ‘স্যারি’-এর সঙ্গে একীভূত হয়ে নতুন কোম্পানি গঠন করেছে বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী স্টার্টআপ কোম্পানি শপআপ।

নতুন সেই কোম্পানির নামকরণ করা হয়েছে ‘সিল্ক’ গ্রুপ। এদিকে নতুন গ্রুপ গঠনের পরপরই ১১০ মিলিয়ন মার্কিন ডলারের বড় বিনিয়োগ পেয়েছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ হাজার ৩৪২ কোটি টাকা।

বুধবার (৯ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ব্লুমবার্গ।

মার্কিন এই সংবাদমাধ্যমটি বলছে, সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের ভেঞ্চার ক্যাপিটাল শাখা এবং পিটার থিয়েলের ভ্যালার ভেঞ্চারস যৌথভাবে নবগঠিত বাণিজ্য প্ল্যাটফর্ম সিল্ক গ্রুপে ১১০ মিলিয়ন মার্কিন ডলার তহবিল সংগ্রহের নেতৃত্ব দিচ্ছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, ৯২৫ বিলিয়ন ডলারের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের সম্পূর্ণ মালিকানাধীন সহায়ক সংস্থা সানাবিল ইনভেস্টমেন্টস এবং ভ্যালার কাতার ডেভেলপমেন্ট ব্যাংকসহ বিনিয়োগকারীদের একটি গ্রুপে যোগ দিচ্ছে।

বাংলাদেশের বৃহত্তম বিজনেস-টু-বিজনেস বাণিজ্য প্ল্যাটফর্ম শপআপ এবং উপসাগরীয় অঞ্চলের অন্যতম শীর্ষস্থানীয় বাজার স্যারি-এর একীভূতকরণের মাধ্যমে সিল্ক গ্রুপ তৈরি করা হয়েছে। এই সম্মিলিত সত্তা উপসাগরীয় অঞ্চল এবং এশিয়ার উদীয়মান অর্থনীতির দেশগুলোর বাজারকে লক্ষ্য করে তাদের কার্যক্রম পরিচালনা করবে।

মূলত বাংলাদেশের শপআপ ও সৌদি আরবের স্যারি একে অপরের সঙ্গে একীভূত হলেও কোম্পানি দুটি নিজের নামেই নিজ নিজ ব্যবসা ক্ষেত্রে ব্যবসা চালিয়ে যাবে। তবে এই দুই কোম্পানির মালিকানায় থাকবে নতুন কোম্পানি সিল্ক গ্রুপ।

কোম্পানির শীর্ষ নির্বাহীদের মতে, ২০২৭ সালে প্রাথমিকভাবে স্টক এক্সচেঞ্জে যাওয়ার লক্ষ্য রয়েছে। সিল্ক গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা আফিফ জামান বলেন, “আমরা মনে করি আইপিও-এর ক্ষেত্রে উপসাগরীয় বাজার খুবই রোমাঞ্চকর — বিশেষ করে সৌদি বাজার।”

এছাড়া স্যারি ও শপআপ একে অপরের সঙ্গে একীভূত হয়ে সিল্ক নামে যে কোম্পানি গঠন করেছে, সেটির কার্যক্রম সৌদি আরবের পাশাপাশি মধ্যপ্রাচ্যের আরও কিছু দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান আফিফ জামান।

অন্যদিকে আগামী ছয় মাস ধরে কোম্পানিটি গ্রুপ পর্যায়ে লক্ষ্য অর্জনের ওপর মনোযোগ দেবে বলে সিল্ক ফাইন্যান্সিয়াল-এর অর্থায়ন শাখার প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলদোসারী বলেন।

তিনি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত বিস্তৃত শুল্ক সিল্ক-এর জন্য সুযোগ তৈরি করবে, কারণ রপ্তানিকারকরা নতুন বাজার খুঁজছেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির