ঢাকা ২২ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
পঞ্চগড়ে ফের তাপমাত্রার পারদ নামল ৯ ডিগ্রির ঘরে ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত, জনজীবন বিপর্যস্ত বাংলাদেশে গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে কমিশন ১২ ম্যাচে নবম হার ম্যানসিটির, আর্সেনালের বড় জয় ২০২৫ সালের মধ্যে নির্বাচনের পক্ষে মত বিএনপির যুগপৎ সঙ্গীদের ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে ৭ যানবাহনের সংঘর্ষ, আহত ৫ আরও তেল-গ্যাস না কিনলে ইইউ’র ওপর শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টি হতে পারে ঢাকা ও উপকূলে টঙ্গীতে বেইলি ব্রিজ ভেঙে নদীতে ট্রাক, বিকল্প পথে চলার অনুরোধ

হাত-পায়ে শিকল বাধা বস্তাবন্দি অচেতন অবস্থায় জীবিত যুবক উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

১৮ মার্চ, ২০২২,  11:52 AM

news image

সাহিদ বাদশা বাবু , লালমনিরহাট ::

লালমনিরহাটে হাত-পায়ে শিকল বাঁধা, অচেতন অবস্থায় বস্তাবন্দি এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে সদর উপজেলার খুনিয়াগাছ এলাকার ত্রিমোহনী নদীর ব্রীজের নিচ থেকে তাকে উদ্ধার করা হয়। যুবকটি মৃত নয় বুঝতে পেরে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

উদ্ধার হওয়া জাহিদ হোসেন, লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের তাজপুর এলাকার মৃত আবু বক্করের ছেলে। প্রত্যক্ষদর্শী সরল খাঁ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কার্তিক কুমার আচার্য জানান, সকালে ব্রীজের উপর হাটতে গিয়ে নদীতে একটি বস্তায় কিছু পড়ে রয়েছে বলে দেখতে পান তিনি। এলাকার লোকজনকে ডেকে পুলিশের সহায়তায় বস্তা থেকে জাহিদ হোসেনকে উদ্ধার করা হয়। জাহিদ জীবিত আছে বুঝতে পেরে পুলিশ অতিদ্রুত তাকে প্রাথমিক চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে জাহিদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

লালমনিরহাট সদর হাসপাতালের আরএমও কামরুল হাসান প্রিন্স বলেন, ছেলেটির শরীরে সম্ভবত কোন চেতনা নাশক ওষুধ প্রয়োগ করে অজ্ঞান করা হয়েছিল। বর্তমানে ছেলেটি সুস্থ আছে। তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যুবকটিকে উদ্ধারের পর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। তাকে হত্যা করার উদ্দেশ্যে অজ্ঞান করে বস্তায় ভড়ে নদীতে ফেলে দেয়া হয়েছে, নাকি অন্য কোন ঘটনা আছে সে বিষয়ে তদন্ত করছে পুলিশ।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির