২৪' জুলাাই শহীদ আশিক এর স্ট্রীট স্ট্যাম্প ভিত্তিপ্রস্তর উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
৩১ জুলাই, ২০২৫, 1:27 PM

নিজস্ব প্রতিবেদক
৩১ জুলাই, ২০২৫, 1:27 PM

২৪' জুলাাই শহীদ আশিক এর স্ট্রীট স্ট্যাম্প ভিত্তিপ্রস্তর উদ্বোধন
২৪' জুলাাই শহীদ আশিক এর স্ট্রীট স্ট্যাম্প কুড়িগ্রামে ভিত্তিপ্রস্তর উদ্বোধন ও জুলাই শহীদদের স্বরণে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে জেলা শহরের ঘোষপাড়াস্হ শাপলা চত্বরের সামনে জেলা পরিষদের অর্থায়নে ও এলজিইডি বাস্তবায়নে ২৪' জুলাাই শহীদ আশিক এর স্ট্রীট স্ট্যাম্প ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
এসময় উপস্থিত ছিলেন - কুড়িগ্রাম পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান,জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইউনুছ হোসেন বিশ্বাস, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব,জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মিজানুর রহমান,দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি সাইয়েদ আহমেদ বাবু,কুড়িগ্রাম সদর থানার ইনচার্জ (ওসি) মো. হাবিবুল্লাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহবায়ক, আব্দুল আজিজ নাহিদ প্রমুখ।
উল্লেখ্য, শহীদ আশিকুর রহমান আশিক এর পিতা চাঁদ মিয়া,কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার, সাতভিটা, বুড়াবুড়ি ইউনিয়নে তার বাড়ি। সারাদেশে যখন ছাত্র-জনতা ২৪' জুলাই বিপ্লব গণআন্দোলন চলছিল তখন বাড়িতে থেকে বের হয়ে আন্দোলনে যোগ দেয় আশিক। একপর্যায়ে যুবলীগ - ছাত্রলীগের সন্ত্রাসি হামলায় শাপলা চত্বরে আহত হয় আশিক।
পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায মারা যায়।