সংবাদ শিরোনাম
৪ ঘণ্টা বন্ধ থাকার পর পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
নিজস্ব প্রতিবেদক
১৪ ডিসেম্বর, ২০২২, 11:01 AM
নিজস্ব প্রতিবেদক
১৪ ডিসেম্বর, ২০২২, 11:01 AM
৪ ঘণ্টা বন্ধ থাকার পর পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
ঘন কুয়াশার কারণে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল আবারও শুরু হয়েছে।
বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ৮টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়। এর আগে ভোর ৪টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসির) দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক মো. খোরশেদ আলম।
তিনি জানান, ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলোর অস্পষ্টতার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চার ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় উভয় পার থেকে ছেড়ে আসা ৫ ফেরি মাঝ নদীতে আটকা পড়ে। কুয়াশার ঘনত্ব কমে এলে বুধবার সকাল ৮টার দিকে এ নৌরুটে ফেরি চলাচল শুরু হয়। ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে শতাধিক যানবাহন ফেরিপারের অপেক্ষায় থাকে। তাদের সিরিয়ালে পার করা হচ্ছে বলে জানায় বিআইডব্লিউটিসির এই কর্মকর্তা।
সম্পর্কিত