ঢাকা ১৬ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ১৬ অক্টোবর একদিন বাকি, নিবন্ধন করেছেন মাত্র ১৫ শতাংশ হজযাত্রী আইনের শাসন কাকে বলে, নির্বাচনের মাধ্যমে দেখাতে চাই : সিইসি গাজা সিটিতে সবাইকে ‘সন্ত্রাসী’ বলল ইসরায়েল, নিহত আরও ৫৩ ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ হ্যাকড, ওয়েবসাইটে হামলার হুমকি মার্কিন সরকারে দ্বিতীয় দিনের মতো চলছে শাটডাউন গাজামুখী ফ্লোটিলা বহর আটক, কঠোর নিন্দা জানালো বাংলাদেশ আজ বিজয়া দশমী সুমুদ ফ্লোটিলা বহরের দুই জাহাজ ঘিরে ফেলেছে ইসরায়েল

৮ বিভাগের ১৭ জেলায় বিএনপির জনসমাবেশ আজ

#

নিজস্ব প্রতিবেদক

২৬ মে, ২০২৩,  11:35 AM

news image

সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ঢাকাসহ ৮ বিভাগের ১৭ জেলায় একযোগে জনসমাবেশ করবে বিএনপি। 

শুক্রবার (২৬ মে) সারাদেশে এই জনসমাবেশ করবে দলটি। আর এসব সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে গেছেন কেন্দ্রীয় নেতারা। বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে যাত্রাবাড়ী শহীদ ফারুক হোসেন সড়ক পশ্চিম প্রান্ত দুপুর আড়াইটায় জনসমাবেশ হবে। তবে, এতে প্রধান অতিথি হিসেবে কে উপস্থিত থাকবেন তা এখনও চূড়ান্ত হয়নি।  

মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রাজশাহী বিভাগের বগুড়া জেলায় প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলায় স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস, চট্টগ্রাম বিভাগের লক্ষ্মিপুর জেলায় আমির খসরু মাহমুদ চৌধুরী, ময়মনসিংহ বিভাগের শেরপুরে বেগম সেলিমা রহমান, চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়িতে থাকবেন বিএনপির ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, বান্দরবানে বিএনপির ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, সুনামগঞ্জ জেলায় বিএনপি ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, ঠাকুরগাঁওয়ে ভাইস-চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, সাতক্ষীরায় ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বরগুনায় ভাইস-চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, চুয়াডাঙ্গা জেলায় ভাইস-চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, সিরাজগঞ্জ জেলায় বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য মিজানুর রহমান মিনু, পিরোজপুরে বিএনপি যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ার, মাদারীপুর জেলায় যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সৈয়দপুর জেলায় বিএনপি যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির