‘জিম্মিদের নিয়ে ইতিহাসের সবচেয়ে বেকায়দায় ইসরায়েল’
আন্তর্জাতিক ডেস্ক
১৪ অক্টোবর, ২০২৩, 1:16 PM
আন্তর্জাতিক ডেস্ক
১৪ অক্টোবর, ২০২৩, 1:16 PM
‘জিম্মিদের নিয়ে ইতিহাসের সবচেয়ে বেকায়দায় ইসরায়েল’
ইসরায়েলে গত সপ্তাহের শনিবার রকেট হামলার শুরুর দিনে অন্তত দেড়শ ইসরায়েলিকে বন্দি করেছে গাজার নিয়ন্ত্রকারী সশস্ত্র সংস্থা হামাস। ধারণা করা হচ্ছে, গাজায় বিভিন্ন গোপন জায়গায় তাদেরকে আটকে রাখা হয়েছে। বন্দিদের মাঝে নারী, শিশু ও বয়োজ্যেষ্ঠরাও রয়েছেন বলে বিবিসি’র খবরে বলা হয়েছে।
হামাস বলেছে, যতবার অতর্কিত বিমান হামলায় সাধারণ ফিলিস্তিনিকে হত্যা করা হবে ততবার একজন একজন করে ইসরায়েলি জিম্মিকে হত্যা করা হবে। ইসরায়েলি সংবাদমাধ্যমের তথ্য মতে, গাজায় অভিযানরত ইসরায়েলি সামরিক বাহিনী সেখানে তাদের নিখোঁজ লোকজনের মরদেহ পেয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনী শনিবার সকালে জানায়, হামাস এ যাত্রায় অন্তত ১২০ জন ইসরায়েলিকে জিম্মি করেছে।
জিম্মিদের নিয়ে বেশ দোটানায় পড়েছে ইসরায়েল সরকার। এদের উদ্ধারে সশস্ত্র অভিযান আদৌ কার্যকর হবে কিনা, বা তা করা হলে কতটা ঝুঁকিপূর্ণ হবে? নাকি বিমান হামলায় হামাস পিছু হটা বা হামাসের দূর্বল হওয়া পর্যন্ত দীর্ঘ সময় অপেক্ষা করলেই ভালো হবে। বিমান হামলা দীর্ঘতর হলে হামাস হয়তো চুক্তিতে আসতে বাধ্য হবে। এসব নানা উপায় নিয়ে ভাবছে ইসরায়েল সরকার।
ইসরায়েলি সামরিক বাহিনীর গোয়েন্দা কার্যক্রমে ২০ বছরেরও বেশি সময় জড়িত থাকা মিশেল মিলস্টেইন বিবিসির নিরাপত্তা বিষয়ক প্রতিবেদক ফ্রান্ক গার্ডনারকে বলেছেন, ‘এ নিয়ে কোনো প্রশ্ন নেই যে ইসরায়েল জিম্মিদের নিয়ে ইতিহাসের সবচেয়ে কঠিন সময় পার করছে।’
গত সাত দিনে ইসরায়েল-হামাস পাল্টাপাল্টি হামলায় উভয়পক্ষের অন্তত তিন হাজার ৩০০ জন নিহত হয়েছে। এর মধ্যে ইসরায়েলের বিমান হামলায় গাজায় এ পর্যন্ত কমপক্ষে দুই হাজার জন প্রাণ হারিয়েছে। এদের মধ্যে বহু নারী, শিশু ও বয়োজ্যেষ্ঠ রয়েছে। হামাসের রকেট হামলায়ও গত অন্তত ৫০ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি ইসরায়েলি নিহত হয়েছে। বিবিসি বলছে, হামাসের রকেট হামলায় অন্তত এক হাজার ৩০০ ইসরায়েলি নিহত হয়েছে।
জাতিসংঘের তথ্য মতে, ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত চার লাখ ২৩ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।