ঢাকা ১৬ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ১৬ অক্টোবর একদিন বাকি, নিবন্ধন করেছেন মাত্র ১৫ শতাংশ হজযাত্রী আইনের শাসন কাকে বলে, নির্বাচনের মাধ্যমে দেখাতে চাই : সিইসি গাজা সিটিতে সবাইকে ‘সন্ত্রাসী’ বলল ইসরায়েল, নিহত আরও ৫৩ ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ হ্যাকড, ওয়েবসাইটে হামলার হুমকি মার্কিন সরকারে দ্বিতীয় দিনের মতো চলছে শাটডাউন গাজামুখী ফ্লোটিলা বহর আটক, কঠোর নিন্দা জানালো বাংলাদেশ আজ বিজয়া দশমী সুমুদ ফ্লোটিলা বহরের দুই জাহাজ ঘিরে ফেলেছে ইসরায়েল

‘বিডিআর বিদ্রোহের বিচার প্রক্রিয়া নিয়ে জনমনে সন্দেহ আছে’

#

নিজস্ব প্রতিবেদক

২৫ ফেব্রুয়ারি, ২০২৩,  12:26 PM

news image

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের ঘটনায় সরকারের বিচার প্রক্রিয়া নিয়ে সংশয় ব্যক্ত করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। 

তিনি বলেন, সরকার যেই বিচার করেছে, তা নিয়ে শহীদ পরিবার ও সাধারণ মানুষের মধ্যে সন্দেহ আছে।

শনিবার বেলা সাড়ে ১০টায় বনানী সামরিক কবরস্থানে নিহত ৫৭ সেনা সদস্যের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সামনে এ মন্তব্য করেন তিনি।।

জিএম কাদের বলেন, বিদ্রোহের ঘটনায় একটা বিচার হয়েছে, কিছু পরিবারকে পুনর্বাসনও করা হয়েছে। তবে শহীদ পরিবারসহ জনমনে একটা ক্ষোভ সব সময় দেখে আসছি। তাদের ধারণা এত বড় একটি ঘটনা ঘটে গেল, কিন্তু এর বিচার প্রক্রিয়া খুব একটা স্বচ্ছ হয়নি। আমি মনে করি এ বিষয়ে সরকার দৃষ্টি দেবে। নৃশংস হত্যাকাণ্ডের যথাযথ বিচার পেয়ে শহীদ পরিবারগুলো যেন সন্তুষ্ট হতে পারে সেটাই আমাদের চাওয়া।

পার্টির চেয়ারম্যান বলেন, আমার এবং শহীদ পরিবারের ধারণা বিচার প্রক্রিয়াটি পুরোপুরি সুষ্ঠু হয়নি। আমরাও বিচার বা তদন্ত প্রক্রিয়া সেভাবে দেখিনি। এমনকি যারা তাদের স্বজন হারিয়েছে, তাদের সন্তুষ্ট হতে দেখিনি। 

তিনি আরও বলেন, এত বড় একটি ঘটনা ঘটে গেল আগে থেকে কিছুই জানা গেল না, এটা অস্বাভাবিক। আমাদের গোয়েন্দা, ইন্টেলিজেন্স ইউনিট যেগুলো কাজ করে, তারা কি ঘটনা সম্পর্কে কিছুই আঁচ করতে পারেনি? যদি তখন তারা আঁচ করে থাকে, তাহলে কেন যথাযথ ব্যবস্থা নেননি? আর যদি না করে থাকে, তাহলে কেন তাদের ব্যর্থতা নিয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি?

এর আগে শহীদ এই সেনাদের কবরে অশ্রুসিক্ত শ্রদ্ধা জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির পক্ষে তাদের সামরিক সচিবরা। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, তার পর আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করেন মাহবুবুল আলম হানিফ। এরপর শ্রদ্ধা জানান সেনাবাহিনীর প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ শাহীন ইকবালসহ আরও অনেকে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির