সংবাদ শিরোনাম
“আমাদের টিকেট লাগে না” বলেই দায়িত্বরত টিটিই’র উপর হামলা
নিজস্ব প্রতিবেদক
২২ সেপ্টেম্বর, ২০২৪, 5:05 PM
নিজস্ব প্রতিবেদক
২২ সেপ্টেম্বর, ২০২৪, 5:05 PM
“আমাদের টিকেট লাগে না” বলেই দায়িত্বরত টিটিই’র উপর হামলা
২২ সেপ্টেম্বর (রোববার) দুপুরে ৭০৭নং আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনে দায়িত্বরত জুনিয়র টিটিই বিজয় মিত্রের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ময়মনসিংহ হেড কোয়াটার্সের জুনিয়র টিটিই বিজয় মিত্র ইতিমধ্যে জামালপুর রেলওয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ পত্রে তিনি জানান, “২২/০৯/২০২৪ ইং তারিখ দেওয়াগঞ্জ বাজার অভিমুখী ৭০৭নং আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনে ডিউটি করা কালীন পিয়ারপুর রেল ষ্টেশনে ডুকার পূর্বে টিকিট চেক করার সময় চার জন টিকিট বিহীন যাত্রী পাই। তাদের কাছে টিকিট চাইলে বলে যে টিকিট নাই। তাদেরকে আমি টিকিট করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করি। তারা আমাকে বলে তারা এলাকার লোকাল তাদের টিকিট লাগে না। তারা সবসময় টিকিট ছাড়াই যাতায়াত করে। এক পর্যায় তাদেরকে আমি জোর করি টিকিট করার জন্য। তাদেরকে টিকিট করার কথা বলার জন্য হাফিজ উদ্দীন মেম্বার, পিতা—অজ্ঞাত, সাং—পিয়ারপুর অষ্টধার বাজার আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে আমাকে একা পেয়ে হাফিজ উদ্দীন মেম্বার এর নির্দেশে সবাই মিলে আমাকে ধাক্কাধাক্কি করে কিল ঘুষি শুরু করে। গাড়ীর দায়িত্বরত স্টাফ ও যাত্রীরা টের পেয়ে এগিয়ে এসে আমাকে তাদের হাত থেকে রক্ষা করে। এ সময় তারা আমার পিতা মাতা তুলে গালিগালাজ করে প্রাণ নাশের হুমকি দেয় এবং আরো বলে এ ব্যাপারে কোন ব্যবস্থা নিলে তোকে ফিরে আসার সময় পিয়ারপুর স্টেশনে নামিয়ে সাইজ করবো। তোর মত টি টি ই আমি সেকেন্ডের মধ্যে জন্ম দেই শালা। অদ্য ঘটনার স্বাক্ষীগণ হলেন, ট্রেনের দায়িত্বরত স্টুয়ার্ড— (১) মানিক, (২) মোজাম্মেল, যাত্রী—(৩) মোঃ রাসেল মিয়া, ঠিকানা—ময়মনসিংহ মালগুদাম, (৪) মোঃ নয়ন হোসেন, ঠিকানা— ময়মনসিংহ মালগুদাম, (৫) রুমন, ময়মনসিংহ মালগুদাম, (৬) রুহুল, ঠিকানা— শম্ভুগঞ্জ, ময়মনসিংহ। আমার কাছে থাকা সরকারি রাজস্ব ৩৯০ টাকা হারিয়ে যায়।”
জুনিয়র টিটিই বিজয় মিত্রের উপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দলের সাধারণ সম্পাদক এড. এম. আর. মঞ্জু, বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির সভাপতি মো. মনিরুজ্জামান মনির এবং বাংলাদেশ রেলওয়ে বুকিং সহকারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী।
নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন থেকে রেলওয়ের দায়িত্বরত কর্মচারী টিটিই, গার্ড, লোকোমাস্টার, বুকিং সহকারী, এটেনডেন্টসরা ট্রেনে দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হলেও রেলওয়ে কর্তৃপক্ষ কোন প্রকার কঠোর পদক্ষেপ গ্রহণ না করায় সচরাচর এ ধরনের ঘটনা ঘটে আসছে। আমরা আশা করি এবারের ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ কঠোর ব্যবস্থা নেবেন এবং দোষীদের শাস্তির আওতায় আনবেন।
সম্পর্কিত