ঢাকা ০৬ অক্টোবর, ২০২৪
সংবাদ শিরোনাম
সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী আর নেই ঢাকাসহ পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা লেবাননে গত ৪ দিনে ২৫০ হিজবুল্লাহ যোদ্ধা নিহত জাহাজে আগুনের পর সমুদ্রে লাফ, এক নাবিকের মৃত্যু তেলের দাম এক সপ্তাহে বেড়েছে ৯ শতাংশ প্রাধান্য পাবে সংস্কার প্রস্তাব ও নির্বাচন ইস্যু শেরপুরের তিন উপজেলায় প্লাবিত হচ্ছে নতুন নতুন গ্রাম এবার অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করল প্রশাসন রাষ্ট্র সংস্কারে পাঁচ কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি ১০ বছর পর বিশ্বকাপে জয় পেল বাংলাদেশ

অবশেষে আরএনবি কমানন্ডেট শহীদ উল্লাহ’র ১৭ বছরের রাজত্বের অবসান

#

নিজস্ব প্রতিবেদক

০৪ সেপ্টেম্বর, ২০২৪,  12:57 PM

news image

প্রবল সমালোচনার মুখে অবশেষে ১৭ বছর পর বদলি করা হয়েছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী, ঢাকার (চ. দা.) কমানডেন্ট মোঃ শহীদ উল্লাহ কে। ৩ সেপ্টেম্বর ২০২৪ বাংলাদেশ রেলওয়ের উপপরিচালক (পার্সোনেল—১) মোঃ আবরার হোসেন স্বাক্ষরিত ৫৪.০১.০০০০.০০৪.১৯.০০২.০৪—২৯০ নং দপ্তরাদেশ মতে তাকে চট্টগ্রামে বদলি করা হয়। একই দপ্তরাদেশে চট্টগ্রামের কমানডেন্ট মোহাম্মদ রেজওয়ান—উর—রহমান কে পাকশীতে এবং পাকশীর কমানডেন্ট মোহাম্মদ শফিকুল ইসলাম কে ঢাকায় বদলি করা হয়।

রেলওয়ে সূত্রে জানা যায়, গত ২৭ আগস্ট বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের আরএনবি চীফ কমানডেন্ট মোঃ জহিরুল ইসলাম ও মোঃ আশাবুল ইসলামকে বদলি করা হয়। গত ২১ আগস্ট বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীতে বিদ্যমান বৈষম্য ও অসঙ্গতিসমূহ দূরীকরণে ১১ দফা দাবিতে রেলভবনে বিক্ষোভ করে সারাদেশের আরএনবি সদস্যরা। বিক্ষোভে রেলওয়ে মহাপরিচালক সরদার শাহাদাত আলীর উপস্থিতিতে দীর্ঘ ১৭ বছর ধরে ঢাকায় কর্মরত কমানডেন্ট  শহীদ উল্লাহর বদলি দাবি করা হয়। এ সময় বিক্ষোভ স্থলে শহীদ উল্লাহ উপস্থিত হলে বিক্ষোভরত আরএনবি সদস্যরা তার ওপর ক্ষিপ্ত হলে তিনি পালিয়ে মহাপরিচালকের চেম্বারে আশ্রয় নেন। গুঞ্জন রয়েছে বিক্ষোভের জের ধরে পূর্বাঞ্চল—পশ্চিমাঞ্চলের আরএনবি চীফ কমানডেন্টদের বদলি করা হয়েছে। তাদেরকে বদলি করা হলেও বহাল তবিয়তে ছিলেন সীমাহীন দুর্নীতির অভিযোগে অভিযুক্ত বাংলাদেশ রেলওয়ের নিরাপত্তা বাহিনীর (আরএনবি) কমানডেন্ট শহীদ উল্লাহ। ইতিমধ্যে শহীদ উল্লাহর বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জন ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ জমা পড়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক)। দুদক আটটি অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ২৭ জুন থেকে অনুসন্ধান শুরু করেন ঢাকার দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মো. মনোয়ারুল ইসলাম।

এ বিষয়ে দৈনিক সকালের সময়, মুক্তখবর, বাঙালির বাংলাদেশ সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে রেল অঙ্গনে সমালোচনার ঝড় ওঠে। তারই প্রেক্ষিতে এই বদলির আদেশ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। শেষ পর্যন্ত শত চেষ্টা করেও শহীদ উল্লাহ তার বদলি ঠেকাতে ব্যর্থ হন।

জানা যায়, ১৯৮৬ সালের ২৭ নভেম্বর আরএনবিতে যোগ দেন শহীদ উল্লাহ। ট্রেনিং শেষ ১৯৮৭ সালের ২ মে এএসআই পদে প্রথম নিয়োগ লাভ করেন তিনি। ১৯৯৯ সালের ১২ মার্চ তিনি এসএস হিসেবে পদোন্নতি লাভ করেন। ২০০০ সালের ৫ সেপ্টেম্বর ইন্সপেক্টর পদে ঢাকার তেজগাঁও রেলওয়ে স্টেশনে পদোন্নতি হয় তার। ২০১৪ সালের ৫ ফেব্রুয়ারি চিফ ইন্সপেক্টর পদে পদোন্নতি হয়। ২০১৭ সালের ৯ মে (অতিরিক্ত দায়িত্ব) সহকারী কমানডেন্ট পদে দায়িত্ব পালন করেন। ২০২১ সালের ৫ সেপ্টেম্বর সহকারী কমানডেন্ট পদ লাভ করেন। এরপর ২০২২ সালের ৯ জুন পদোন্নতি পেয়ে কমানডেন্ট হন শহীদ উল্লাহ। ২০০০ সাল থেকেই তিনি ঢাকায় বিভিন্ন বিভাগে কর্মরত ছিলেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির