ঢাকা ০৩ জানুয়ারি, ২০২৫
সংবাদ শিরোনাম
দেশ রূপান্তরের নতুন সম্পাদক কামাল উদ্দিন সবুজ দেশে মোট ভোটার ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জন সর্বনিম্ন ৯.৮ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে চুয়াডাঙ্গা চিন্ময় কৃষ্ণের জামিন আবেদন নামঞ্জুর খসড়া ভোটার তালিকায় যুক্ত হলো ১৮ লাখ ৩৩ হাজার ঘন কুয়াশায় ঢাকা পড়েছে রাজধানী, গাড়ি চলছে হেডলাইট জ্বালিয়ে ঘন কুয়াশা আর হিম বাতাসে জবুথবু রংপুর শুধু ব্যক্তি নয়, জনস্বার্থে ব্যবসা করা উচিত : প্রধান উপদেষ্টা ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতায় নিহত প্রায় ১৩ হাজার শিক্ষার্থী উচ্ছ্বাস-উল্লাসে নতুন বছর উদযাপন

আজ ঢাকা আসছেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্গ

#

নিজস্ব প্রতিবেদক

৩০ অক্টোবর, ২০২৪,  12:46 PM

news image

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে দুই দিনের সফরে আজ ঢাকা আসছেন অস্ট্রেলিয়ার  স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্গ।

৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর প্যাসিফিক অঞ্চলের কোনো প্রতিনিধির এটাই হবে প্রথম বাংলাদেশ সফর। সফরকালে বাংলাদেশের অধিকারে থাকা সমুদ্র অঞ্চলের নিরাপত্তা বৃদ্ধি ও কোস্টগার্ডের সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ বিষয়ে গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারকসহ একাধিক ডকুমেন্ট সই হওয়ার কথা রয়েছে। 

কূটনৈতিক সূত্র থেকে জানা গেছে, সফরকালে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্গ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করা ছাড়াও পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে বৈঠক করবেন। 

সেই আলোচনায় বাণিজ্য-বিনিয়োগ, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন, রোহিঙ্গা সংকট, সমুদ্রসীমার সুরক্ষা ও নিরাপত্তা, প্রযুক্তি হস্তান্তর এবং অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিভিন্ন ইস্যুতেও তাদের মধ্যে আলোচনা হতে পারে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির