ঢাকা ০২ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
আজ বিজয়া দশমী সুমুদ ফ্লোটিলা বহরের দুই জাহাজ ঘিরে ফেলেছে ইসরায়েল নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত, সাগর উত্তাল দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা খাগড়াছড়ি ও গুইমারায় ১৪৪ ধারা বহাল, সংঘর্ষে নিহতদের মরদেহ হস্তান্তর চলতি অর্থবছর শেষে দেশের প্রবৃদ্ধি বেড়ে হবে ৫ শতাংশ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন হামলার জন্য কাতারের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু অস্ত্র সমর্পণ করবে না ফিলিস্তিনি গোষ্ঠী দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা

আজ বিজয়া দশমী

#

নিজস্ব প্রতিবেদক

০২ অক্টোবর, ২০২৫,  12:58 PM

news image

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার বিজয়া দশমী আজ। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী এই শারদ উৎসব। 
বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে সারাদেশের মণ্ডপগুলোতে অনুষ্ঠিত হবে বিহিত পূজা। এরপর হবে দর্পণ ও বিসর্জন। 
বিজয়া দশমীতে সারাদেশে স্থানীয় আয়োজন ও সুবিধামতো সময়ে শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। 
হিন্দুশাস্ত্র মতে, এদিন দেবী দুর্গা মর্ত্যে ছেড়ে কৈলাসে ফিরে যাবেন দোলায় চড়ে। 
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, মানুষের মনের অসুরিক প্রবৃত্তি, কাম, ক্রোধ, হিংসা, লালসা বিসর্জন দেওয়াই বিজয়া দশমীর মূল তাৎপর্য। এসব প্রবৃত্তি বিসর্জন দিয়ে একে অন্যের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করাই এ আয়োজনের উদ্দেশ্য। 
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তথ্যানুযায়ী, বিসর্জনের উদ্দেশে ঢাকার ঢাকেশ্বরী মন্দির থেকে কেন্দ্রীয় বিজয়া শোভাযাত্রা বের হবে বিকাল ৪টায়। তার আগে ঢাকার পূজামণ্ডপের অধিকাংশ প্রতিমা এসে জমা হবে পলাশী মোড়ে। সেখান থেকে সম্মিলিতভাবে শুরু হবে বিজয়ার শোভাযাত্রা। এরপর সদরঘাটের ওয়াইজঘাটের বুড়িগঙ্গা নদীতে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। 
দেবীর বিদায়ের আগে সিঁদুর খেলায় মেতে উঠবেন নারীরা 
দেবী দুর্গার বিদায়ের আগে মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলায় মেতে উঠবেন নারীরা। দেবীর চরণের সিঁদুর নিয়ে নিজেদের রাঙিয়ে তুলবেন তারা। শাস্ত্রমতে, স্বামীর মঙ্গল কামনায় দশমীর দিন নারীরা দেবী দুর্গার সিঁথিতে দেওয়া সিঁদুর নিজের সিঁথিতে লাগিয়ে আশীর্বাদ নেন। পান ও মিষ্টি নিয়ে দুর্গা মাকে সিঁদুর ছোঁয়ানোর পর একে অপরকে সিঁদুর লাগিয়ে দেন তারা। সিঁদুর খেলা শেষে শেষবারের মতো দেবীর আরাধনা করেন তারা। 
মহানবমীতে রাজধানীর পূজামণ্ডপগুলোয় বিষাদের সুর 
গতকাল বুধবার মহানবমীতে পুরান ঢাকার পূজা মণ্ডপগুলো ঘুরে দেখা গেছে, জাঁকজমকভাবে মহানবমী উদযাপন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। তবে এদিন থেকেই প্রাণের উৎসবের মধ্যেই ভক্তদের মাঝে ছড়িয়েছে বিসর্জনের বিষাদ। অনেক ভক্তকে এদিন দেবী দুর্গার সামনে কান্না করতে দেখা গেছে। 
মহানবমীতে পুরান ঢাকার শাঁখারি বাজার পূজা মণ্ডপে আসা দেবব্রত বিশ্বাস বিসর্জনের কথা মনে করে অশ্রুসিক্ত হয়ে পড়েন। তিনি বলেন, দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে হবে শারদীয় দুর্গাপূজার সমাপনী। দেখতে দেখতেই শেষ হয়ে গেল প্রাণের উৎসবটি। আবার দেবী মায়ের জন্য অপেক্ষা করতে হবে একটি বছর। 
উল্লেখ্য, এ বছর সারাদেশে ৩৩,৩৫৫টি পূজামণ্ডপ হয়েছে। এর মধ্যে রাজধানীতে মণ্ডপ ২৫৯টি। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির