ঢাকা ৩১ আগস্ট, ২০২৫
সংবাদ শিরোনাম
আইসিইউ থেকে নুরকে নেওয়া হতে পারে কেবিনে রাকসু কার্যালয়ের কার্যক্রম বন্ধ, চেয়ার-টেবিল ভেঙে দিল রাবি ছাত্রদল ডাকসু নির্বাচনে এস এম ফরহাদের জিএস প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট ট্রাম্পের ইচ্ছায় বদলে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম একাদশে ভর্তিতে শেষ ধাপে আবেদন শুরু, সময় দুদিন চবিতে সংঘর্ষের ঘটনায় সব পরীক্ষা স্থগিত বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বিকেলে ঢাকায় হালকা বৃষ্টির আভাস, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত আন্তর্জাতিক সিরিজের মোড়কে এশিয়া কাপের প্রস্তুতির মঞ্চ পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৩২ বস্তা টাকা, চলছে গণনা

আড়াইশ’র আগেই থামল বাংলাদেশের প্রথম ইনিংস

#

স্পোর্টস ডেস্ক

২৬ জুন, ২০২৫,  12:11 PM

news image

কলম্বোতে প্রথম দিনেই ব্যাটিং বিপর্যয় দিয়ে সিরিজ নির্ধারণী দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু করেছিল বাংলাদেশ। ৮ উইকেটে ২২০ রান তুলে তারা দিন শেষ করে। ফলে প্রথম ইনিংসে সফরকারীদের স্কোরটা যে খুব বড় অবস্থানে পৌঁছাবে না তা অনুমেয়ই ছিল। আজ দ্বিতীয় দিনে বাংলাদেশ খেলল মোটে সাড়ে ৮ ওভার। আর দলীয় পুঁজিতে যোগ হলো ২৭ রান। যার বড় কৃতিত্ব তাইজুল ইসলামের। তার ত্রিশ পেরোনো ইনিংসে ভর করে ২৪৭ রানে থেমেছে বাংলাদেশের প্রথম ইনিংস।

১৯৭ রানে ৭ উইকেট হারানো বাংলাদেশের টেল-এন্ডার ব্যাটিংয়ে ৫০ রান পেয়েছে। সিংহলিজ স্টেডিয়ামে দ্বিতীয় দিনে তারা ব্যাট করেছে পৌনে এক ঘণ্টা। এই সময়ে ৩ রান বাদে বাকিটা এসেছে তাইজুলের ব্যাটে। বাংলাদেশের পক্ষে প্রথম ইনিংসে সর্বোচ্চ ৪৬ রান করেন সাদমান ইসলাম। এ ছাড়া মুশফিকুর রহিম ৩৫, লিটন দাস ৩৪, তাইজুল ৩৩ এবং মেহেদী হাসান মিরাজ ৩১ রান করেন।

আগেরদিন প্রথমে ব্যাট করতে নেমে এনামুল হক বিজয়ের উইকেট দিয়েই ব্যাটিং ধসের শুরুটা হয় টাইগারদের। ১০ বল খেলেও তিনি রানের খাতা খুলতে পারেননি। গল টেস্টের দুই ইনিংস মিলিয়ে ৪ রান করলেও তাকে সুযোগ দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। যার প্রতিদান দিতে পারলেন না। এরপর বাংলাদেশ নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৭৬ রানের মাথায় চারজনকে হারিয়ে বসে। সফরকারীরা কেবল পঞ্চাশোর্ধ রানের (৬৭) একটি জুটি পায় মুশফিক-লিটনের ব্যাটে। এ ছাড়া ব্যক্তিগতভাবে থিতু হয়েও বড় জুটি গড়তে পারেননি আর কেউই।

আজ দ্বিতীয় দিনের চতুর্থ ওভারেই এবাদত হোসেনকে হারায় বাংলাদেশ। তাকে এলবিডব্লু করেছেন লঙ্কান পেসার আসিথা ফার্নান্দো। আর অভিষিক্ত সোনাল দিনুশা তাইজুলকে ফেরান দিনেশ চান্দিমালের ক্যাচ বানিয়ে। তিনি ম্যাচে বাংলাদেশের পঞ্চম ত্রিশ পেরোনো ইনিংসটি খেললেন। লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ ৩টি করে উইকেট শিকার করেন আসিথা ও দিনুশা। এ ছাড়া বিশ্ব ফার্নান্দো নেন ২ উইকেট।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির