ইদে মহাসড়কে মোটরসাইকেল চলবে কি-না, জানা যাবে আজ
নিজস্ব প্রতিবেদক
০৩ জুলাই, ২০২২, 11:55 AM

নিজস্ব প্রতিবেদক
০৩ জুলাই, ২০২২, 11:55 AM

ইদে মহাসড়কে মোটরসাইকেল চলবে কি-না, জানা যাবে আজ
দেশে সাম্প্রতিক বছরগুলোতে ইদযাত্রা মানেই আলোচনায় সড়ক দুর্ঘটনার সংবাদ। ব্যতিক্রম ঘটেনি গত ইদুল ফিতরেও। আসন্ন ইদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে একটি বৈঠক অনুষ্ঠিত হবে আজ রোববার (৩ জুলাই) বিকেলে। যানজটমুক্ত সড়কের পাশাপাশি দুর্ঘটনা এড়ানোর জন্য রাইড শেয়ারিংয়ের মাধ্যমে মোটরসাইকেলে দূরপাল্লার যাত্রী বহনে সাময়িক নিষেধাজ্ঞা আসতে পারে এ বৈঠকে।
এ বিষয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী জানান, আমরা ইদুল ফিতরের সময় দেখেছি সঠিক পরিকল্পনার কারণে সবাই নির্বিঘ্নে বাড়ি গেছেন। আশা করছি এবারো সবকিছুই সুশৃঙ্খলভাবে হবে। তবে এবার আমরা সড়কে দুর্ঘটনা কমাতে চাই।
তিনি আরো জানান, ৩ জুলাই অনুষ্ঠিত হওয়া বৈঠকে অনলাইনে যুক্ত থাকবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৈঠকে মূলত ইদে সড়কপথে যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার জন্য করণীয় বিষয়ে আলোচনা হবে। এক্ষেত্রে অনেকগুলো প্রস্তাবনা আছে, যা বৈঠকে আলোচনার পরে সিদ্ধান্ত আকারে সবাইকে জানানো হবে।
এবিএম আমিন উল্লাহ নুরী জানান, মোটরসাইকেলে রাইড শেয়ারিং করে যেন দূরপাল্লার যাত্রী পরিবহন না করা হয়, সেজন্য রাইড শেয়ারিং প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে। যদি কেউ নির্দেশনা না মানে, তাহলে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সূত্রে জানা গেছে, ঘরমুখো মানুষের ইদযাত্রা নির্বিঘ্ন করতে ইদের আগের তিন দিন ও পরের দুই দিন পচনশীল দ্রব্য ছাড়া সব ধরনের গাড়ি বন্ধ রাখার প্রস্তাবনা নিয়েও আলোচনা হতে পারে আজকের বৈঠকে। এক্ষেত্রে গরু বহন করা গাড়িও এই নির্দেশনার আওতায় আসবে কি-না তা নিয়ে আলোচনা হতে পারে। একই সঙ্গে সড়ক দুর্ঘটনা এড়ানোর জন্য রাইড শেয়ারিং সার্ভিসের মাধ্যমে মোটরসাইকেলে দূরপাল্লার যাত্রী পরিবহনে বন্ধের বিষয়েও আলোচনা হবে আজকের বৈঠকে।