ঢাকা ০১ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
দুই দিনের অচলাবস্থার পর চট্টগ্রাম বন্দর পুরোদমে সচল শান্তিপূর্ণ আচরণ করলে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে মঙ্গলবার ব্যাংক হলিডে, লেনদেন বন্ধ গাজায় ইসরায়েলি হামলায় ক্ষুধার্ত ত্রাণপ্রার্থীসহ নিহত আরও ৭২ ঢাকায় হালকা বৃষ্টির আভাস, দিনভর আকাশ মেঘলা থাকার সম্ভাবনা আবু সাঈদ হত্যা : ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ইতিহাসের সর্বোচ্চ রেমিট্যান্স, ছাড়াল ৩০ বিলিয়ন ডলার একদিনে আরও ৩৮৩ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১ ২০২৬ বিশ্বকাপে নেইমারের খেলা নিয়ে যা বললেন আনচেলত্তি চীন সফর সফল হয়েছে : মির্জা ফখরুল

ঈদ যাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই শেষ!

#

নিজস্ব প্রতিবেদক

০৭ এপ্রিল, ২০২৩,  11:31 AM

news image

ঈদ যাত্রায় রেলওয়ের অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিনে ২-৩ মিনিটের মধ্যেই শেষ হয়ে গেছে সব টিকিট। 

এতে ক্ষোভ জানিয়েছেন সাধারণ যাত্রীরা। ঈদ-উল-ফিতর উপলক্ষে অনলাইনে রেলওয়ের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয় আজ শুক্রবার (৭ এপ্রিল) সকাল ৮টায়। ১৭ এপ্রিলের টিকিট বিক্রি করা হয় এদিন।

টিকিট প্রত্যাশীরা জানান, ৮টার কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে গেছে সব টিকিট। কিন্তু অনেকেই এ সময় সার্ভারেই ঢুকতে পারেননি। বাড়িতে বসে অনলাইনে টিকিট না পেয়ে কমলাপুর রেলস্টেশনে ছুটে যান অনেকে। অগ্রিম টিকিট না পেয়ে অনেকে ক্ষোভ প্রকাশের পাশাপাশি সিন্ডিকেট ও কালোবাজারির অভিযোগ তোলেন।

তবে কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মাসুদ সারওয়ার বলেন, ট্রেনের আসন সংখ্যা সীমিত। স্বাভাবিকভাবেই সবাইকে টিকিট দেয়া সম্ভব নয়। প্রতি মিনিটে সার্ভার থেকে ৮ হাজার টিকিট কাটা যাবে। দিনশেষে কারা কারা টিকিট পেয়েছে তাদের একটি তালিকা রেলের ওয়েবসাইট এবং কমলাপুরের নোটিশ বোর্ডে দেয়া হবে।টিকিট বিক্রির শতভাগ অনলাইনে হওয়ায় মানুষের ভোগান্তি লাঘব হয়েছে বলেও দাবি রেল কর্তৃপক্ষের।১৮ এপ্রিলের টিকিট বিক্রি হবে আগামীকাল শনিবার। ১৯ এপ্রিলের টিকিট ৯ এপ্রিল, ২০ এপ্রিলের টিকিট ১০ এপ্রিল এবং ২১ এপ্রিলের টিকিট বিক্রি হবে ১১ এপ্রিল। এর আগে জানানো হয়, ঈদের চাঁদ দেখে রেলের ২২, ২৩ ও ২৪ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে।

এদিকে, ট্রেনের শতভাগ টিকিট অনলাইন বিক্রি হওয়ায় রাজধানীর কমলাপুরসহ দেশের অন্যান্য রেল স্টেশনে নেই চিরচেনা সেই ভিড়।

শুক্রবার সকালে কমলাপুর রেলস্টেশনের দৃশ্য।

এবার ঈদে ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনে মোট আসন সংখ্যা হবে ২৫ হাজার ৭৭৮টি। এছাড়া ঢাকা ও জয়দেবপুর থেকে তিনটি ঈদ স্পেশাল ট্রেনের আরও তিন হাজার আসনের টিকিটও অনলাইনেই বিক্রি করা হবে। একজন যাত্রী সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারবেন। এছাড়া ভ্রমণকালে যাত্রীকে অবশ্যই নিজস্ব এনআইডি বা জন্মনিবন্ধন সনদের কপি বা পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।

ঈদ উপলক্ষে আন্তঃদেশীয় মিতালী এক্সপ্রেস ট্রেন ১৮ থেকে ২৭ এপ্রিল এবং মৈত্রী এক্সপ্রেস ট্রেন ২০ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। তবে আন্তঃদেশীয় বন্ধন এক্সপ্রেস ট্রেন যথারীতি চলবেে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির