ঢাকা ২২ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
পঞ্চগড়ে ফের তাপমাত্রার পারদ নামল ৯ ডিগ্রির ঘরে ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত, জনজীবন বিপর্যস্ত বাংলাদেশে গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে কমিশন ১২ ম্যাচে নবম হার ম্যানসিটির, আর্সেনালের বড় জয় ২০২৫ সালের মধ্যে নির্বাচনের পক্ষে মত বিএনপির যুগপৎ সঙ্গীদের ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে ৭ যানবাহনের সংঘর্ষ, আহত ৫ আরও তেল-গ্যাস না কিনলে ইইউ’র ওপর শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টি হতে পারে ঢাকা ও উপকূলে টঙ্গীতে বেইলি ব্রিজ ভেঙে নদীতে ট্রাক, বিকল্প পথে চলার অনুরোধ

কিশোর নারায়নকে সভাপতি ও ইদ্রিস আলীকে সাধারণ সম্পাদক করে রেলওয়ে বুকিং সহকারী এ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা

#

নিজস্ব প্রতিবেদক

২৫ জানুয়ারি, ২০২২,  1:23 PM

news image

ভৈরব স্টেশনের প্রধান বুকিং সহকারী (গ্রেড—১) কিশোর নারায়ন চৌধুরীকে সভাপতি ও ঢাকা স্টেশন (কমলাপুর) এর বুকিং সহকারী (গ্রেড—২) ইদ্রিস আলীকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ রেলওয়ে বুকিং সহকারী এ্যাসোসিয়েশনের ৪৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

২৪ জানুয়ারি ২০২২ সোমবার ঢাকা স্টেশনস্থ (কমলাপুর) বিরতি রেষ্টুরেন্টে সকাল ১০ টায় চার বিভাগ হতে আগত উপস্থিত ৬৫ জন এবং করোনাকালীন সময়ের জন্য ভাচুর্য়ালী আরো ৩০ জন সহ মোট ৯৫ জনের উপস্থিতিতে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে পূর্বে কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কমিটি ঘোষণা করা হয়।

কমিটি অন্যান্য সদস্যরা হলেন কার্যকরী সভাপতি মোঃ কবির হোসেন, রেজাউল করিম, সাজ্জাদ হোসেন মজুমদার, ইমরান আহম্মেদ, আশরাফুজ্জামান আপেল, সহ—সভাপতি এইচ এম সোহেল, মনিরুল করিম মুন, সামাউন হক, মোঃ কবির হোসেন, গিয়াসউদ্দিন রনি, অতিঃ সাধারণ সম্পাদক মোঃ রাহাত খান, মোঃ জসিম উদ্দিন, শাহাদাত হোসেন দীপ্ত, মেহেদী হাসান সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল হক রানা, সামসুর রহমান, হাবিবুর রহমান, সহ—সম্পাদক গোলাম মোর্তজা, সবুজ বনিক, রিয়াজুল ইসলাম, সোলায়মান হোসেন রিপন, সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন, ওমর ফারুক, আজিজুল হক, গোলাম ফারুক, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম (৩), সহ—দপ্তর সম্পাদক সুশেন কুমার বিশ্বাস, আইন বিষয়ক সম্পাদক মোঃ রাসেল মিয়া, সহ—আইন বিষয়ক সম্পাদক সুব্রত কুমার দাস, প্রচার সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, সহ—প্রচার সম্পাদক ফয়সাল কবীর, ধর্ম বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা নূর জাহান (জেনী), ক্রীড়া সম্পাদক রায়হান আহম্মেদ, কার্যকরী সদস্য মোঃ নজরুল ইসলাম, জহিরুল ইসলাম, জহর লাল দাস, শামসুদ্দোহা সরকার, সুজন দত্ত ও আব্দুর রহমান।

নবগঠিত কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন এম এ এফ সুমন, আব্দুল্লাহ অর রকিব, সাইফুল্লাহ মজুমদার সোহাগ, সাখাওয়াত হোসেন আকন্দ, মোঃ দেলোয়ার হোসেন, আব্দুল মমিন ও মোঃ জসিম উদ্দীন।

এসময় নবগঠিত কমিটির সদস্যরা অধিকার বঞ্চিত রেলওয়ে বুকিং সহকারীদের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন—সংগ্রামের প্রত্যয় ব্যক্ত করেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির