ঢাকা ০৮ সেপ্টেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
বাংলাদেশি ঠেকানোর যুদ্ধে নেমেছে ইতালির এক শহর বঙ্গবন্ধু সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, বাবা-ছেলেসহ নিহত ৩ মিয়ানমারে জান্তার বিমান হামলায় নিহত ১১ ‘৭ দিন থাকি মরণের তিস্তার ভাঙন শুরু হইছে, কেউ আসি দেখিল না’ রদ্রিগোর গোলে ইকুয়েডরকে হারাল ব্রাজিল দুপুরের মধ্যে আট অঞ্চলে ঝড়ের আভাস কুমিল্লায় মাইক্রোবাসের পেছনে বাসের ধাক্কায় শিশুসহ নিহত ৪ শাজাহান খান গ্রেপ্তার, চলছে জিজ্ঞাসাবাদ গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১৭ ফিলিস্তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘শহীদি মার্চ’ আজ

খুলনা বিশ্ববিদ্যালয় ও কমার্স কলেজের ফটকে ছাত্রদলের তালা

#

নিজস্ব প্রতিবেদক

০৬ নভেম্বর, ২০২৩,  12:19 PM

news image

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ও আযম খান সরকারি কমার্স কলেজের প্রধান ফটকে তালা লাগানোর খবর পাওয়া গেছে। রোববার রাত সাড়ে ১০টার দিকে খুবির ফটকে, ১১টার দিকে কমার্স কলেজের ফটকে তালা ঝুলিয়ে অবরোধের সমর্থনে দুটি ব্যানার ঝুলিয়ে দেন ছাত্রদলের নেতাকর্মীরা। রাতেই খুবির গেটে লাগানো ব্যানার খুলে ফেলেন নিরাপত্তাকর্মীরা।

খুলনা কমার্স কলেজের অধ্যক্ষ অধ্যাপক কার্তিক চন্দ্র মণ্ডল জানান, নিরাপত্তাকর্মীরা জানিয়েছেন, গতরাত ১১টার দিকে কয়েকজন ছেলে এসে মেইন গেট খুলতে বলে। কিন্তু তারা খোলেননি। পরে ছেলেরা বাইরে একটা ব্যানার লাগিয়ে চলে যায়। সকালে সেটা খুলে ফেলা হয়। 

খুলনা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা তত্ত্বাবধায়ক মো. নাজিম উদ্দিন বলেন, ড্রেন নির্মাণের কাজ চলায় প্রধান ফটক বেশ কয়েকদিন ধরে বন্ধ রয়েছে। পুলিশ ফাঁড়ির পাশে ছোট ফটক দিয়ে আপাতত সবাই যাতায়াত করছে। বন্ধ ফটকে বাইরের কেউ তালা ঝোলায়নি। 

তবে ফটকের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা জানান, রাত ১০টা ৩৭ মিনিটে কয়েকজন ছেলে বন্ধ ফটকে একটা ব্যানার লাগায়। ওই সময় সেটা খুলে ফেলা হয়।

এ‌ বিষয়ে ছাত্রদল নেতাদের বক্তব্য পাওয়া যায়নি। রাতে ব্যানার ঝোলানোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে তারা সরবরাহ করে। সকাল থেকে নম্বরগুলো বন্ধ। খুলনা জেলা ও মহানগর ছাত্রদলের সব নেতার মোবাইল নম্বর বন্ধ।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির