ঢাকা ০৫ জানুয়ারি, ২০২৫
সংবাদ শিরোনাম
দেশ জনতা পার্টির আত্মপ্রকাশ পঞ্চগড়ে হাড় কাঁপাচ্ছে শৈত্যপ্রবাহের কনকনে শীত ১৮৫ রান করেও লিড পেল ভারত একদল যায়, আরেক দল এসে লুটে খায়: মিজানুর রহমান আজহারী বিয়ে করছেন গায়ক-অভিনেতা তাহসান খান ৪৩তম বিসিএসে ২৬৭ জনকে বাদ দেওয়া নিয়ে যা বললেন সারজিস সূর্য ওঠার আগেই বিক্রি হয় লক্ষাধিক টাকার নিরাপদ সবজি ৮ ঘণ্টা বন্ধ থাকার পর আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হাসিনার ঘনিষ্ঠজনের কাছ থেকে ফ্ল্যাট উপহার নিয়েছিলেন টিউলিপ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খুলেছে সচিবালয়, ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয়ের কাজ অন্য জায়গায়

#

নিজস্ব প্রতিবেদক

২৯ ডিসেম্বর, ২০২৪,  2:07 PM

news image

গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনার পরদিন দেশের প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় কার্যত অচল ছিল। দুদিন ছুটির পর রোববার যথারীতি খুলছে সচিবালয়। তবে আগুনে ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয়গুলোর অফিসিয়াল কাজ অন্য জায়গা থেকে শুরু হয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর ) সকালে সচিবালয়ের ভেতরে উপদেষ্টাদের ছাড়া অন্য কারো ব্যক্তিগত গাড়ি বা মোটরসাইকেল প্রবেশ করতে দেওয়া হয়নি। সবার কার্ড পরীক্ষা করে ভেতরে ঢুকতে দেওয়া হয়েছে। সচিবালয়ের বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাড়তি উপস্থিতি রয়েছে।

এর আগে শনিবার সচিবালয় খোলার জন্য দিনভর প্রস্তুতি নেওয়া হয়। ক্ষতিগ্রস্ত ৭ নম্বর ভবন ছাড়া বাকি ভবনগুলোর বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হওয়ায় সেগুলোতে যথারীতি কাজ চলছে ।

জানা গেছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্যক্রম চলছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে। এ ছাড়া সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কাজ রেলভবনে, যুব ও ক্রীড়া মন্ত্রণায়য়ের কাজ ক্রীড়া ভবনে, শ্রম মন্ত্রণালয়ের কাজ শ্রম ভবনে এবং ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা তথ্য মন্ত্রণালয়ে কার্যক্রম চালাচ্ছেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তারা অফিস করছেন আগারগাঁওয়ের ডাক ভবনে।

এদিকে আজ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশের বিষয়ে প্রতিনিধিদের সাথে স্বরাষ্ট্র উপদেষ্টার বৈঠকের কথা রয়েছে। আগুনের ঘটনার পর নিরাপত্তার কথা মাথায় রেখেই শুক্রবার থেকে সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশ নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

গত বুধবার দিবাগত রাতে সচিবালয়ে ৭ নম্বর ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট টানা ছয় ঘণ্টার চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে ভবনটির চারটি তলায় অবস্থিত স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; সড়ক পরিবহন ও সেতু, ডাক ও টেলিযোগাযোগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নথিপত্র, কম্পিউটার ও আসবাব পুড়ে যায়।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির