ঢাকা ১৮ অক্টোবর, ২০২৪
সংবাদ শিরোনাম
নির্বাচন কবে হতে পারে, জানালেন আসিফ নজরুল সব রেকর্ড ভাঙল সোনার দাম একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী সুজেয় শ্যাম আর নেই আ.লীগের আমলে গড়া সিন্ডিকেট এখনও এই সরকার ভাঙতে পারেনি বাড়তি দামেই বিক্রি হচ্ছে মুরগি ৭ মার্চ, ১৫ আগস্টসহ জাতীয় আট দিবস বাতিল হচ্ছে লেবাননজুড়ে ইসরায়েলের সিরিজ বিমান হামলা, নিহত অন্তত ২৩ সাগরে নিম্নচাপ, বন্দরে দূরবর্তী সতর্ক সংকেত কাশ্মিরের মুখ্যমন্ত্রী পদে ওমর আবদুল্লাহর শপথ আজ সাগর-রুনি হত্যা মামলার তদন্ত ৬ মাসের মধ্যে শেষ করতে হবে

গাজীপুরে আজও শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের লাঠিচার্জ

#

নিজস্ব প্রতিবেদক

২৬ অক্টোবর, ২০২৩,  1:31 PM

news image

বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক তেলিরচালা, সফিপুর, পল্লীবিদ্যুৎ এলাকায় বিক্ষোভ করছেন শ্রমিকরা। এ সময় তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। সর্বনিম্ন বেতন ২৩ হাজার টাকা করার দাবিতে এ নিয়ে টানা চতুর্থ দিন সড়ক অবরোধ করেন শ্রমিকরা। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তেলিরচালা এলাকায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা জড়ো হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ করেন। 

পুলিশ, শ্রমিক ও স্থানীয়রা জানান, গত চারদিন ধরে বেতন বৃদ্ধির দাবিতে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে করছেন। বৃহস্পতিবার সকাল থেকেই কালিয়াকৈর উপজেলার মৌচাক তেলিরচালা এলাকায় পোশাক কারখানার শত শত শ্রমিক বিক্ষোভ শুরু করে। এ সময় শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ জটের সৃষ্টি হয়। 

এ সময় শিল্প পুলিশ ও থানা পুলিশ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে ব্যর্থ হয়। পরে লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। এ সময় শ্রমিকরা ছাত্র ভঙ্গ হয়ে মহাসড়ক ছেড়ে দেন। দুপুর সাড়ে ১২টার দিকে সড়কে যান চলাচল আবার শুরু হয়।

নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন জানান, বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা আজও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে সকালে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ শ্রমিকদের ধাওয়া দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির